বিনোদন ডেস্ক : গুটি গুটি পায়ে ২৫ বছর পূর্ণ করলো শাহরুখ খান, রানি মুখার্জি ও কাজল অভিনীত সুপার হিট সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’। ১৯৯৮ সালের ১৬ অক্টোবর বড়পর্দায় মুক্তি পায় করণ জোহর পরিচালিত ‘কুছ কুছ হোতা হ্যায়’। আড়াই দশক পেরনোর পর রবিবার, মুম্বাইয়ে এই সিনেমার বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইতে ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার বিশেষ এই স্ক্রিনিংয়ে হঠাৎই দর্শককে সারপ্রাইজ দিতে পৌঁছে যান করণ জোহর, রানি মুখার্জি ও শাহরুখ খান। যদিও অন্য কাজের জন্য কাজল এদিন উপস্থিত থাকতে পারেননি।
স্ক্রিনিংয়ে এসে বলিউড বাদশাহ এদিন বলেন, ‘আমাদের জীবনে এই ছবিটার গুরুত্ব অনেক। ভীষণ জরুরি এটা। আপনার হয়তো কিছুটা বোঝেন সেটা, কিন্তু পুরোটা কারণ, কুছ কুছ হোতা হ্যায়।’
এছাড়া শাহরুখ আরও বলেন, ‘এখন জানি না যে আর লাভ স্টোরি করব কী করব না। ওগুলো এখন যুবকদের জন্য ছেড়ে দিলাম।’ এসময় কিং খানের একথাতেই পুরো অডিয়েন্স চিৎকারে ফেটে পড়ে।
‘ধর্ম প্রোডাকশন’-এর পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডল থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে লেখা হয়, তারা মিস করেছেন পর্দার অঞ্জলি অর্থাৎ কাজলকে।
এদিন শাহরুখ খান একটি কালো টিশার্ট এবং ছাই রঙা জিন্স পরে এসছিলেন। সঙ্গে ছিল কালো জ্যাকেট। অন্যদিকে রানি মুখার্জির পরনে ছিল সাদা শাড়ি এবং কালো ব্লাউজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।