জুমবাংলা ডেস্ক : ফাল্গুন এখনো আসেনি। চলছে শীতের ভরা মৌসুম। অথচ এরমধ্যেই দিনাজপুরের কিছু আমগাছে আসতে শুরু করেছে মুকুল। বেশকিছু এলাকায় গাছে উঁকি দিচ্ছে আমের মুকুল। মুকুলের পরিমাণ কম হলেও এর সৌরভ ছড়িয়ে পড়ছে বাতাসে।
দিনাজপুর-ঢাকা মহাসড়কের পাশে, সদর উপজেলার মোহনপুর ব্রিজের পশ্চিম পাশে টোলপ্লাজার মোড়ে, ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়ন পরিষদের ভেতরে, দিনাজপুর শহরের মডার্ন মোড়সহ বিভিন্ন এলাকার আমগাছে আগাম মুকুল শোভা পাচ্ছে। এসব আমের মুকুলে এখন মৌমাছির গুঞ্জন।
মোহনপুর মোড়ের আমগাছের মালিক রুহুল আমিন বলেন, ‘গাছের বয়স ১২-১৫ বছর হবে। গত দুই বছর ধরে আগাম মুকুল আসছে। এটি গুটি জাতের আম। এবারও আগাম মুকুল দেখে মনটা ভালোই লাগছে। এ মুকুল টিকে থাকলে এবার বাম্পার ফলন পাওয়া যাবে।’
তিনি আরও বলেন, ঘন কুয়াশা দেখা দিলে আমের মুকুল পচে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এবার প্রচণ্ড ঘন কুয়াশা দেখা যাচ্ছে।
দিনাজপুর শহরের মডার্ন মোড়ে মন্দির চত্বরে আমগাছে মুকুল এসেছে। গাছের নিচে পৌর মার্কেটের কম্পিউটার ব্যবসায়ী খোকন বলেন, ‘গত দুই তিন বছর ধরে গাছটিতে আগাম মুকুল আসছে। এবারও প্রচুর মুকুল এসেছে।’
এ বিষয়ে দিনাজপুর কৃষি সম্পম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. আনিছুজ্জামান বলেন, নির্ধারিত সময়ের আগেই আবহাওয়াগত ও জাতের কারণেই মূলত আমের মুকুল আসতে শুরু করেছে।
তিনি বলেন, প্রতিবছরই কিছু আমগাছে আগাম মুকুল আসে। এবারও আসতে শুরু করেছে। ঘন কুয়াশার কবলে না পড়লে এসব গাছে আগাম ফলন পাওয়া যায়। আর আবহাওয়া বৈরী হলে ফলন মেলে না। তবে নিয়ম মেনে শেষ মাঘে যেসব গাছে মুকুল আসবে সেসব গাছে মুকুল স্থায়ী হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।