প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ৩০০ আসনে অনুষ্ঠিত হবে। বুধবার বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রেসসচিব বলেন, পাবনা-১ ও পাবনা-২ আসনের বিষয়ে সৃষ্ট জটিলতা সমাধান হওয়ায় ৩০০ আসনেই নির্বাচন আয়োজন সম্ভব হয়েছে। এছাড়া তিনি জানান, বুধবার মধ্যরাত থেকেই ব্যালট পেপার ছাপা শুরু হবে।
এদিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সম্পর্কিত বৈঠকও অনুষ্ঠিত হয়, যাতে সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনের প্রস্তুতি নিশ্চিত করা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


