সম্প্রতি স্যামসাঙ ঘোষণা করে জানিয়ে দিয়েছিল কোম্পানি ভারতে তাদের ‘এফ’ সিরিজের পরিধি বাড়িয়ে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এবার কোম্পানির পক্ষ থেকে এই আপকামিং ফোনটির লঞ্চ ডেটও ঘোষণা করে দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়ে দিয়েছে আগামী 19 জুলাই ভারতে Samsung Galaxy F36 5G স্মার্টফোন লঞ্চ করা হবে। সবচেয়ে বড় কথা এই মিড বাজেট ফোনটির দাম 20 হাজার টাকার চেয়েও কম রাখা হবে।
কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, আগামী 19 জুলাই ভারতে আপকামিং Samsung Galaxy F36 5G ফোনটি পেশ করা হবে। এই ফোনটি Hi-FAI হ্যাশট্যাগ সহ প্রোমোট করা হচ্ছে, এতে মূলত এই ফোনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার সম্পর্কে বোঝানো হয়েছে।
আমরা জানি কোম্পানির ‘F’ সিরিজ এক্সক্লুসিভভাবে শপিং সাইট ফ্লিপকার্টে সেল করা হয়, তাই বোঝাই যাচ্ছে Galaxy F36 5G ফোনটিও ফ্লিপকার্টের মাধ্যমেই সেল করা হবে। 19 জুলাই দুপুর 12টার সময় ফোনটির দাম ঘোষণা করা হবে।
Samsung Galaxy F36 5G ফোনের প্রাইস রেঞ্জ
লঞ্চ ডেট ঘোষণার পাশাপাশি কোম্পানি আরও জানিয়েছে Samsung Galaxy F36 ফোনটি একটি মিড বাজেট 5G স্মার্টফোন হিসাবে পেশ করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী, Galaxy F36 5G ফোনটির দাম 20,000 টাকার চেয়ে কম রাখা হবে।
তবে ফোনটি 20 হাজার টাকার চেয়ে কম দামে অফার সহ সেল করা হবে, নাকি এটিই সেলিং প্রাইস সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
Samsung Galaxy F36 5G ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা তথ্য থেকে জানা গেছে, Samsung Galaxy F36 5G ফোনটি লেদার ফিনিশ সহ পেশ করা হবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে এবং এই সেটআপে OIS ফিচার সহ 50MP প্রাইমারি সেন্সর থাকবে।
কোম্পানির বক্তব্য অনুযায়ী, ফোনটির ক্যামেরা অ্যাডভান্স AI ফিচার সহ কাজ করবে এবং ফোনটি Nightography ফিচারও সাপোর্ট করবে। Samsung Galaxy F36 5G ফোনটির থিকনেস মাত্র 7.7mm হবে এবং ভারতের বাজারে ফোনটি তিনটি কালার অপশনে পেশ করা হবে।
Samsung Galaxy M36 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন
-6.7″ 120Hz sAMOLED Display
-Exynos 1380 Chipset
-8GB RAM + 256GB Storage
-50MP Rear Camera
-13MP Selfie Camera
-25W 5,000mAh Battery
দাম: Samsung Galaxy M36 5G ফোনটির 6GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 17,499 টাকা রাখা হয়েছে। একইভাবে ফোনটির 8GB RAM সহ 128GB মডেল 18,999 টাকা এবং 256GB মডেল 21,999 টাকা দামে পেশ করা হয়েছে।
ডিসপ্লে: Samsung Galaxy M36 5G ফোনে 6.7-ইঞ্চির Full HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। সুপার এমোলেড প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়াও 1000nits পীক ব্রাইটনেস সহ এই স্ক্রিনে কর্নিং গোরিলা গ্লাস Victus+ প্রোটেকশন রয়েছে।
পারফরমেন্স: Samsung Galaxy M36 5G ফোনটি Android 15 বেসড One UI 6.1 অপারেটিং সিস্টেমে কাজ করে এবং এই ফোনে 6 বছর আপডেট পাওয়া যাবে। প্রসেসিঙের জন্য এতে 5nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.4GHz ক্লক স্পীডযুক্ত স্যামসাঙ এক্সিনস 1380 প্রসেসর যোগ করা হয়েছে।
স্টোরেজ: ভারতে Samsung Galaxy M36 5G ফোনটি 6GB RAM এবং 8GB RAM সহ পেশ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনটি Virtual RAM সাপোর্ট করে। এর সঙ্গে এই ফোনে 128GB ও 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং মেমরি কার্ড ব্যাবহার করে ফোনটির স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Samsung Galaxy M36 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP OIS প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: Samsung Galaxy M36 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 25W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।