Honor তাদের X সিরিজের নতুন Honor X9d ফোন লঞ্চের ঘোষণা করেছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে আগামী 24 সেপ্টেম্বর মালয়েশিয়া বাজারে Honor X9d ফোনটি পেশ করা হবে। মালয়েশিয়ার সময় অনুযায়ী দুপুর 3টা অর্থাৎ 7AM UTC ইভেন্ট শুরু হবে। অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী দুপুর 12 টা 30 মিনিটে দেখা যাবে। এবার লঞ্চের আগেই Honor X9d ফোনের অফিসিয়াল ইমেজ এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করা হয়েছে। প্রকাশ্যে আসা তথ্যের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে আপকামিং ফোনটি শক্তিশালী ব্যাটারি এবং মজবুত ডিজাইন সহ লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor X9d ফোনের ডিটেইলস সম্পর্কে।
আসন্ন Honor X9d ফোনের ডিজাইন Honor X70 ফোনের মতো দেখাচ্ছে। এই বছর জুলাই মাসে ফোনটি লঞ্চ করা হয়েছিল। ফোনটি প্রিমিয়াম কার্ভ ডিজাইন এবং গোলাকার ক্যামেরা মডিউল সহ পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি এক্সট্রিম কন্ডিশনের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে।
জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP69K রেটিং দেওয়া হয়েছে। ব্র্যান্ডের পক্ষ থকে ফোনটি শক-অ্যাবজ়র্বিং ফ্রেম দিয়ে তৈরি করা হয়েছে। এর ফলে ফোনটি হঠাৎ হাত থেকে পড়ে গেলে বা ধাক্কা লাগলেও সুরক্ষিত থাকবে। যারা একটি মজবুত বিল্ড কোয়ালিটির ফোন খুঁজছেন, তাদের জন্য ফোনটি ভালো অপশন হবে।
আপকামিং Honor X9d ফোনটির বিশেষত্ব হল এতে বড় 8,300mAh Silicon-carbon (Si/C) ব্যাটারি ব্যাবহার করা হতে পারে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি অনেক বেশি শক্তিশালী এবং টেকসই হবে।
এই বড় ব্যাটারিতে দুর্দান্ত পাওয়ার ব্যাকআপ পাওয়া যাবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের চার্জিং স্পীড সম্পর্কে জানানো হয়নি, তবে ফোনটিতে ফাস্ট চার্জিং স্পীড সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।
Honor X70 ফোনটিতে 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছিল। অন্যদিকে Honor X9d ফোনটিতে OIS সাপোর্টেড 108MP প্রাইমারি ক্যামেরা থাকবে। এই ক্যামেরার সাহায্যে ইউজাররা লো-লাইট ফটোগ্রাফি এবং স্টেবল ভিডিও রেকর্ডিং উপভোগ করতে পারবেন। এছাড়া অন্যান্য ক্যামেরা লেন্স এবং ফ্রন্ট ক্যামেরা সম্পর্কে লঞ্চ ইভেন্টের মঞ্চ থেকে জানা যাবে।
Honor X9d ফোনটি Reddish Brown এবং Sunlight Gold দুটি আকর্ষণীয় কালার অপশনে লঞ্চ করা হবে। কোম্পানির লঞ্চ ইভেন্টের মঞ্চ থেকে ফোনের দাম এবং প্রসেসর, ডিসপ্লে সাইজ ও চার্জিং টেকনোলোজির মতো স্পেসিফিকেশন সম্পর্কে জানাবে।
এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী যারা এমন একটি ফোন খুঁজছেন যাতে বড় ব্যাটারি এবং মজবুত বিল্ড ডিজাইন পাওয়া যাবে, তাদের জন্য Honor X9d ফোনটি দারুণ অপশন হতে পারে।
Honor X9d ফোনটি বাজারে উপস্থিত দারুণ ব্যাটারি ব্যাকআপ এবং মজবুত ডিজাইন সহ OPPO K13 Turbo, vivo T4 Pro এবং realme Narzo 80 Pro ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তবে এই ফোনটি 8,300mAh ব্যাটারি বা IP69K রেটিঙের জন্য এগিয়ে থাকতে পারে।
যারা বড় ব্যাটারি, প্রিমিয়াম ডিজাইন এবং মজবুত বিল্ড কোয়ালিটি সহ ফোন চাইছেন, তাঁরা আপকামিং Honor X9d ফোনটির অপেক্ষা করতে পারেন। অন্যদিকে যেসব ইউজাররা হাই-এন্ড গেমিং এবং প্রসেসর সহ ফোন খুঁজছেন, তাদের অন্যান্য অপশন দেখা উচিৎ। আমরা লঞ্চের দিন পোস্টের মাধ্যমে Honor X9d ফোনের সম্পূর্ণ ডিটেইলস জানিয়ে দেব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।