আগামী দুই বছরের মধ্যে বাজারে আসবে ওপেনএআইয়ের নিজস্ব হার্ডওয়্যার। অন্তত দুটি ডিভাইসের পরীক্ষামূলক সংস্করণ এর মধ্যেই তৈরি করেছে তারা। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান ২১ নভেম্বর দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন। বিনিয়োগকারী প্রতিষ্ঠান এমারসন কালেক্টিভের একটি ভিডিওতে অল্টম্যান বলেন, ‘পরীক্ষামূলক প্রোটোটাইপ ডিভাইস দুটির কাজ শেষ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

বিশ্বাস করা কঠিন দুটি ডিভাইসের পেছনে কী পরিমাণ শ্রম দিতে হয়েছে আমাদের।’ ডিভাইসগুলোর ডিজাইনে কাজ করছেন অ্যাপলের সাবেক প্রধান ডিজাইনার জনি আইভ। আইফোন, আইপড ও ম্যাকবুকের ডিজাইন তাঁরই অবদান।
ফলে প্রযুক্তি অনুরাগীরা আশা করছে, ওপেনএআইয়ের ডিভাইসগুলোর ডিজাইনও হবে চমকপ্রদ।
ঠিক কী কাজে ডিভাইসগুলো ব্যবহূত হবে বা সেগুলো দেখতে কেমন হতে পারে—এ বিষয়ে কিছুই জানা যায়নি। অল্টম্যান বলেছেন, ‘শুধু এটুকুই বলে রাখছি, স্মার্টফোনের মতো হাজারো ফিচারে ভরপুর হবে না আমাদের ডিভাইস।
মানসিক প্রশান্তির ওপর জোর দিচ্ছি আমরা, ব্যবহারকারীদের মানসিক চাপ কমানোই হবে আমাদের প্রধান লক্ষ্য।’ ব্যবহারকারীর জীবনের প্রতিটি মুহূর্তে এটি পাশে থাকবে বলে জানিয়েছেন তিনি।
তাঁর মতে, ওপেনএআইয়ের ডিভাইসগুলো বহনযোগ্য কম্পিউটার নয় বরং হবে ডিজিটাল সঙ্গী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


