‘আগামী দুই মাসের মধ্যে আমি বাংলাদেশ সফরে যেতে চাই’: ফিফা প্রধান

জুমবাংলা ডেস্ক : বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, আগামী দুই মাসের মধ্যে আমি বাংলাদেশ সফরে যেতে চাই। বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি। এসময় তিনি বাংলাদেশের নারী ফুটবলে অর্থায়নের আশা প্রকাশ করেন।

ফিফা প্রধান

সাক্ষাতে ফিফা প্রেসিডেন্ট ক্রীড়াঙ্গনকে কার্বন নিরপেক্ষ করার ক্ষেত্রে ড. ইউনূসের প্রশংসা করেন এবং দক্ষিণ এশিয়ার ফুটবল বিকাশে সহায়তার আশ্বাস দেন।

ফিফা প্রধান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলেন, ‘আগামী দুই মাসের মধ্যে আমি বাংলাদেশ সফরে যেতে চাই।’

মুহাম্মদ ইউনূস বাংলাদেশের নারী ফুটবলে আবাসন ও অন্যান্য অবকাঠামো তৈরিতে সহায়তা চাইলে ফিফা সভাপতি আশ্বাস দিয়ে বলেন, বলেন, ফিফা বাংলাদেশে মহিলা ফুটবলের জন্য অর্থায়ন করতে চায়।

ইনফান্তিনো বলেন, ফিফা সৌদি আরবে মহিলা ফুটবলেও সহায়তা করবে এবং সেখানে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীরাও ফিফার এই পদক্ষেপ থেকে উপকৃত হবেন।

এ সময় আমন্ত্রিত হয়েও চলমান যুব উৎসবে বাংলাদেশ সফরে যেতে না পারায় দুঃখ প্রকাশ করেন ইনফান্তিনো।

আগামী নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ : প্রেস সচিব

বৈঠকে বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলামও উপস্থিত ছিলেন।