রাজধানী ও আশপাশের এলাকায় আগামী তিন দিন গ্যাসের স্বল্পচাপ বিরাজমান থাকবে। আজ শুক্রবার তিতাসের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ ও কার্গো আসতে বিলম্ব হওয়ায় এলএনজি থেকে প্রাপ্ত গ্যাসের সরবরাহ হ্রাস পেয়েছে।
এর ফলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের আওতাধীন এলাকায় আগামী তিন দিন গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৬টা থেকে রবিবার (২৮ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত তিতাস গ্যাসের অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের চাপ কম থাকতে পারে।
এলএনজি টার্মিনালের নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম এবং আন্তর্জাতিক বাজার থেকে আমদানীকৃত কার্গো বিলম্বে পৌঁছানোর কারণে সাময়িকভাবে গ্যাস সরবরাহে এই সংকট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে তিতাস। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।
জাতীয় নির্বাচনে ভোট দিতে ২ লাখ ৩৫ হাজার প্রবাসীর কাছে ব্যালট প্রেরণ
গ্যাসের স্বল্পচাপের কারণে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের গ্রাহকরা সাময়িক ভোগান্তিতে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে রান্না, উৎপাদন ও সেবা কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



