জুমবাংলা ডেস্ক : ১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে আগামী ৫ মে থেকে সারাদেশে কর্মবিরতির ডাক দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এ কর্মসূচি ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সংগঠনটির পক্ষ থেকে ৬ জন নেতা সই করেছেন।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নে সম্প্রতি ঢাকায় কয়েক দফা সমাবেশ করেছেন প্রাথমিকের শিক্ষকরা। তবে অন্তর্বর্তী সরকারের গঠিত কনসালটেশন কমিটি সহকারী শিক্ষক পদকে অ্যান্ট্রি পদ ধরে ১২তম গ্রেড বাস্তবায়নের সুপারিশ করেছে। তবে তা সংস্কার করে এবার ১১তম গ্রেড বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা এলো প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে।
এদিকে, গণমাধ্যমে পাঠানো ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ এপ্রিল থেকে ৪ মে সময়ের মধ্যে যদি দাবি মেনে নেওয়া না হয়, তাহলে আগামী ৫ থেকে ১৫ মে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে।
সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেড নির্ধারণের দাবি এরপর ১৬ থেকে ২০ মে পর্যন্ত দুই ঘণ্টা, ২১-২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি করবেন শিক্ষকরা। তারপরও যদি দাবি-দাওয়া না মানা হয়, তাহলে ২৬ মে থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ নেতারা।
তিন দফা দাবি
১. কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে অ্যান্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ।
২. ১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।
৩. প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি প্রদান।
গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে সই করা ৬ জন হলেন- মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ, শাহীনুর আল-আমিন, মো. মুনির হোসেন, মো. আনিসুর রহমান, তপন মণ্ডল, শাহীনুর আক্তার।
জানতে চাইলে শামছুদ্দীন মাসুদ বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বিভিন্ন সময়ে দাবি জানিয়ে আসছি। কিন্তু আমাদের বেতন ও পদোন্নতি নিয়ে যেসব দাবি, সেগুলোর ব্যাপারে কর্তৃপক্ষের কোনো নড়চড় নেই।
বাধ্য হয়ে আমরা কর্মবিরতি কর্মসূচি দিয়েছি। সব প্রধান শিক্ষক সংগঠন ও মিশ্র সংগঠনের পূর্ণ সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি। সবাই একসঙ্গে আওয়াজ তুললে আশা করি সরকার আমাদের দাবি মেনে নেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।