আগামী ৭২ ঘণ্টার মধ্যে সারা দেশে জাতীয় পার্টির (জাপা) ২২৪টি আসনে মনোনয়নপত্র বাতিল না করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে মঞ্চ-২৪।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী।
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করলেও এখনো জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম বন্ধ না করায় নিন্দা জানান ফাহিম ফারুকী।
তিনি বলেন, ‘জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে জাতীয় পার্টিকে রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া যাবে না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


