জুমবাংলা ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ৫ আগস্টের মতো টেকনিক (কৌশল) ব্যবহার করে আগামী জাতীয় নির্বাচনে তরুণদের বড় একটি অংশ বিজয়ী হবে।
মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় চাঁদপুরের হাজীগঞ্জে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্য, প্রশাসনিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা বলে দিতে চাই, আগামী নির্বাচন কোনো পেশিশক্তির নির্বাচন হবে না, টাকা বানিয়ে রাজনীতি হবে না, আগামী নির্বাচন পোস্টার লাগিয়ে জয়ী হওয়া যাবে না। তরুণরা যেভাবে ৫ তারিখ লড়াই করে জয়ী হয়েছিল, আগামী নির্বাচনে তাদের সেই পূর্ণটুকু ব্যবহার করে জয়ী হবে।
মোংলা বন্দরের সম্প্রসারণ-উন্নয়নে ৪০৬৮ কোটি টাকা ব্যয়ে চীনের সঙ্গে চুক্তি
তিনি আরও বলেন, ৫ আগস্ট যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছেন, তেমনি আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে হবে, তাহলে আমরাদের জয় হবে। এই জয়টা কোনো ব্যক্তির জন্য চাই না, এই জয়টা কোনো পরিবারের জন্য নয়, এই জয় কোনো মাফিয়া তন্ত্রের জন্য চাই না। এই জয় আমরা চাই মাফিয়া, ট্যান্ডার্বাজ ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।