বিনোদন ডেস্ক : অভিনেত্রী কীর্তি কুলহারি বলিউডের পরিচিত একজন মুখ। বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ‘পিঙ্ক’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পান এই অভিনেত্রী। এ বছর বলিউডে এক যুগ পার করলেন কীর্তি। সম্প্রতি হিন্দুস্তান টাইমসের সঙ্গে একটি সাক্ষাৎকারে নিজের কাজের বিষয়ে কথা বলেছেন তিনি।
১২ বছর আগে চলচ্চিত্রে প্রবেশ করেছিলেন কীর্তি। তবে তিনি মনে করেন যে তিনি গত কয়েক বছরে ব্যক্তিগত উন্নতির পাশাপাশি কাজের ক্ষেত্রেও দুর্দান্তভাবে উন্নতি করেছেন। ফিল্ম প্রোডাকশনে উদ্যোগী হওয়া ও একজন বাইকারে পরিণত হওয়ার পাশাপাশি অভিনেত্রী তাঁর ব্যক্তিত্বে একটি নতুন দিক যুক্ত করেছেন, সেটি হল নিজেকে স্বাধীনভাবে প্রকাশ করার ক্ষমতা এবং সাহস। তিনি বলেন, ‘আমি আর নিজেকে বাক্সবন্দী করার চেষ্টা করছি না। আমি আরো নির্ভীক হয়েছি, আগের চেয়ে সাহসী হয়েছি। জীবন এখন সহজ হয়ে ওঠছে কারণ আমি অতিরিক্ত কোনো পরিকল্পনা করছি না। ’
নিজের প্রোডাকশন হাউজ সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘প্রোডাকশন হাউজ শুরু করার ধারণাটি হঠাৎ করেই এসেছিল। আমি খুব বেশি পরিকল্পনা ছাড়াই এতে পা দিয়েছিলাম। আমার ইচ্ছা ছিল ভালো কিছু বিষয় নিয়ে কাজ করা। ’
নিজের ব্যক্তিত্ব সম্পর্কে কুলহারি বলেন যে, ‘আমার ব্যক্তিত্বের পরিবর্তন রাতারাতি ঘটেনি। ক্ষমতায়ন রাতারাতি হয় না। আমাকে বছরের পর বছর ধরে নিজের মনোভাব বদলাতে হয়েছে। নিজেকে বিশ্বাস করিয়েছি যে, যা কিছুই আমার সাথে ঘটছে তা থেকে শিখতে হবে আমাকে। ’
আগামীর কাজের বিষয়ে অভিনেত্রী বলেন, ‘একজন প্রযোজক হিসেবে নতুন প্রকল্পগুলোর জন্য চিন্তাভাবনা করছি। ইন্ডাস্ট্রিতে প্রচুর মাঝারি ধরনের কাজ হচ্ছে, তাই একজন প্রযোজক হিসেবে আমি এমন কিছু করার চেষ্টা করছি যা ইন্ডাস্ট্রির শূন্যতা পূরণ করবে এবং একজন শিল্পী হিসেবেও আমাকে সন্তুষ্ট করবে। আমি অনেক কিছু চিন্তা করছি। হরর এবং থ্রিলার, এমন কিছু নিয়ে ভাবছি যেগুলোতে আমরা খুব একটা ভালো নই।
আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে আমি বলব যে আমরা কিছুই ঠিকমতো করতে জানি না। আমরা সহজ গল্পগুলোকে এলোমেলো করার ওস্তাদ। তাই একজন প্রযোজক হিসেবে আমার লক্ষ্য হল সহজ গল্পগুলোকে আকর্ষণীয়ভাবে বলা। আমি আমার সিনেমার মাধ্যমে কিছু বলতে চাই। ’
সম্প্রতি অভিনেত্রীর ওয়েব সিরিজ ‘ফোর মোর শটস প্লিজ’ এর তৃতীয় সিজন মুক্তি পেয়েছে। সিরিজে বেশ গুরুত্বপূর্ন ভূমিকায় অভিনয় করেছেন কীর্তি। এছাড়া আগামীতে অভিনেত্রীকে তাঁর প্রথম প্রযোজনায় নির্মিত হতে যাওয়া চলচ্চিত্র ‘নায়েকা’তে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সূত্র : হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।