জুমবাংলা ডেস্ক : অতীতের যেকোনো সময়ের চেয়ে সড়কের অবস্থা বর্তমানে ভালো বলে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উত্তরবঙ্গগামী বাসগুলোর জন্য গাজীপুরের অংশে যে ধরনের সমস্যা হতো, এবার আর তা না হওয়ার কথা। কারণ আমরা ৩টি ফ্লাইওভার খুলে দিয়েছি। ফলে এ বছর যাত্রীদের আগের মতো দুর্ভোগ হবে না বলে আশা করা যায়।
শুক্রবার (২৯ এপ্রিল) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
চালক, যাত্রী, পরিবহন সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সবাই নিজ নিজ জায়গা থেকে একটু সচেতন হলে ঈদ যাত্রায় সড়কে অতিরিক্ত যানজট সৃষ্টি হবে না। একটু ভিড় দেখলেই অনেকেই রং সাইডে গাড়ি ঢুকিয়ে দেন, বিপরীত দিকে দুই একটি গাড়ি ঢুকলেই পুরো সড়কে যানজট লেগে যায়।
সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ঈদ যাত্রায় যাত্রীদের যেনো কোনো ভোগান্তি পোহাতে না হয়। জাতীয় স্বার্থে ঈদে ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া না নিতে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি।
বিআরটিএ ও আইন শৃঙ্খলা রাক্ষকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, পথে পথে যাত্রীরা যেনো কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে, সেদিকে কঠোরভাবে নজর দিতে হবে আপনাদের। ঈদযাত্রায় সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।