বয়স কোনো বাধা নয়, ‘প্রমাণ করলেন’ টুইঙ্কেল

twinkle

বিনোদন ডেস্ক : লেখাপড়ার কোনো বয়স নেই; এবার তা প্রমাণ করলেন নব্বইয়ের দশকের অভিনেত্রী ও হালের লেখিকা টুইঙ্কেল খান্না।

‘গোল্ডস্মিথ ইউনিভার্সিটি অব লন্ডন’ থেকে সম্প্রতি মাস্টার ডিগ্রি পেয়েছেন অক্ষয় ঘরণী টুইঙ্কেল। শনিবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে নিজেই সে খবর জানিয়েছেন।

আনন্দের সংবাদটি অনুরাগীদের সাথে ভাগ করে নিয়ে টুইঙ্কেল লিখেছেন, “এটা আমার জন্য একটা বড় বিষয়। প্রথমে একটু লজ্জা লাগছিল খবরটা দিতে। কিন্তু এটা সত্যি প্রমাণ করে দিল যে বয়স কেবল একটা সংখ্যা; সেটা কোনোভাবেই তোমার লক্ষ্য থেকে তোমায় সরাতে পারে না।”

সাবেক এই অভিনেত্রী লিখেছেন, “আমার ফাইনাল ডিজারটেশনের জন্য আমি এক্সসেপশনাল ডিসটিঙ্কশন পেয়েছি। ‘প্যাট কাভানাগ প্রাইজের’ প্রাথমিক তালিকাতেও সেটা এসেছে।”

সুখবর দেওয়ার পাশাপাশি চলচ্চিত্র নির্মাতা করণ জোহরকে নিয়ে এক চোট রসিকতাও করেছেন টুইঙ্কেল।

তিনি লিখেছেন, “এখন আমি বলতেই পারি, আমার এক পুরনো বন্ধু ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমায় ভুল কাস্টিং করেছিল।”