আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীতে আঘাত হেনেছে দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে। এই ঝড় সপ্তাহ জুড়ে অব্যাহত থাকতে পারে। এর প্রভাব স্যাটেলাইট ও বিদ্যুৎ গ্রিডে পড়ে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বন্ধের শঙ্কা তৈরি হয়েছে।
এনডিটিভি’র তথ্য অনুসারে, গতকাল (১০ মে) শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে প্রথম দফায় এই সৌরঝড় আঘাত হানার ঘটনা ঘটেছে এবং এর প্রভাবে তাসমানিয়া থেকে শুরু করে ব্রিটেনের আকাশে মহাকাশীয় আলো বা অরোরা দেখা যাচ্ছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ আবহাওয়া পূর্বাভাস সংস্থা ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ)।
এই শক্তিশালী সৌরঝড়ের কারণে পৃথিবীর চৌম্বকক্ষেত্রের পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। আর এর প্রভাব আগামী কয়েক দিন স্যাটেলাইট ও বিদ্যুৎ গ্রিডে পড়ে ‘ব্ল্যাক আউট’ পরিস্থিতি তৈরি হতে পারে। এমন শঙ্কা থেকেই স্যাটেলাইট অপারেটর, বিমান পরিবহন সংস্থা ও বিদ্যুৎ গ্রিডগুলোকে পূর্বসতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগে ২০০৩ সালের অক্টোবরে পৃথিবীতে এই ধরনের শক্তিশালী সৌরঝড় আঘাত হানার ঘটনা ঘটেছিল। প্রায় ২০ বছর ঘটে যাওয়া ওই ঘটনায় সুইডেন এবং দক্ষিণ আফ্রিকায় বিদ্যুৎ গ্রিড ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।