এগিয়ে চলার নামই জীবন : পূর্ণিমা

পূর্ণিমা

বিনোদন ডেস্ক : ঈদে কোনো সিনেমা বা নাটকে দেখা যাবে না জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমাকে। তবে উপস্থাপনা করবেন তিনি। দীপ্ত টিভির ‘চেনা মানুষের অচেনা গল্প’ পর্বভিত্তিক অনুষ্ঠানের উপস্থাপনা করবেন তিনি।

পূর্ণিমা

এরই মধ্যে এ অনুষ্ঠানের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। একই অনুষ্ঠানে চিত্রনায়ক ফেরদৌসেরও কাজ করার কথা ছিল। কিন্তু তিনি দেশের বাইরে চলে যাওয়ায় তার আর এ অনুষ্ঠানে থাকা সম্ভব হয়নি।

এদিকে মিডিয়াকেন্দ্রিক ব্যস্ততা না থাকলেও ঈদে পরিবার পরিজন নিয়েই ব্যস্ত থাকবেন বলে জানিয়েছেন পূর্ণিমা। কারণ ঈদের পরদিনই অর্থাৎ ১১ জুলাই তার জন্মদিন। অবশ্য জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই তার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জন্মদিন আসা মানেই জীবন থেকে আরও একটি বছর চলে যাওয়া। আয়ু থেকে একটি বছর কমে যাওয়া। এটাই নিয়মিত। এটাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সুইমিংপুলে বিক্ষোভকারীরা

কারণ, এগিয়ে চলার নামই জীবন। জন্মদিনে শুধু সবার দোয়া চাই, সৃষ্টিকর্তা যেন ভালো রাখেন, সুস্থ রাখেন আমার পরিবারের সবাইকে। আর এরই মধ্যে কিছুদিন আগেও বিশেষত পুণ্যভূমি সিলেট ও সুনামগঞ্জের মানুষ বন্যাকবলিত হয়ে ভীষণ দুর্ভোগের মুখোমুখি হন। সেই দুর্ভোগ অনেকটাই কাটিয়ে উঠেছেন সবাই। এই দুর্যোগে মানুষ মানুষের পাশে দাঁড়িয়েছে এটাই বড় পাওয়া। আগামীতেও যেন মানুষ মানুষের পাশে থাকেন- প্রত্যাশা এমনই।’