আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ইঙ্গিত দিয়েছেন, ইউক্রেন ও রাশিয়া যুদ্ধ অবসানের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। দুই দেশের মধ্যে মূল ৬টি বিরোধের মধ্যে ৪টির বিষয়ে সমঝোতার ইঙ্গিত পাওয়া গেছে। শুক্রবার মার্কিন সাময়িকী নিউজউইক এ খবর জানিয়েছে।
এরদোয়ান জানান, যে চারটি ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে যুদ্ধরত ইউক্রেন ও রাশিয়া, সেগুলোর মধ্যে রয়েছে ন্যাটো, আংশিক নিরস্ত্রীকরণ, সম্মিলিত নিরাপত্তা ও রুশ ভাষা। এর ফলে দেশ দুটি যুদ্ধ অবসানের কাছাকাছি পৌঁছে গেছে।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনায় মধ্যস্থতা করছে তুরস্ক। উভয় দেশের প্রতিনিধি দলের সঙ্গেই তুরস্কের যোগাযোগ রয়েছে।
মিডল ইস্ট আই-এর তুরস্ক ব্যুরো প্রধান রাজিপ সয়লু শুক্রবার সকালে এই বিষয়টি টুইটারে উল্লেখ করেছেন। তবে ক্রিমিয়া ও ডনবাস অঞ্চল নিয়ে কোনও সমঝোতা হয়নি। পূর্ব ইউক্রেনের এই দুটি অঞ্চলকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে রাশিয়া। ২০১৪ সালে রুশ সেনারা ক্রিমিয়াকে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন করে নিজেদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করে।
বাইডেনপুত্রের অর্থায়নে ইউক্রেনের বায়োল্যাব!
তুরস্কের সংবাদমাধ্যম হুরিয়েত ডেইলি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, এরদোয়ান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পরামর্শ দেবেন ‘ইউক্রেন থেকে সম্মানজনক প্রস্থান’ এবং ‘শান্তির রূপকার’ হওয়ার জন্য।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ও শুক্রবার সকালে ব্রাসেলসে ন্যাটো নেতাদের সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা ও পূর্ব ইউরোপে জোটের উপস্থিতি জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। শুক্রবার বাইডেন ইউক্রেন সীমান্তের কাছে পোল্যান্ডের একটি শহর পরিদর্শন করবেন। সেখানে তিনি রুশ আগ্রাসনের বিরুদ্ধে সংহতি ও পশ্চিমা সংকল্পের বিষয়টি তুলে ধরবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।