জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘গত দুই মাসে চালের দাম এক টাকাও বাড়েনি। দ্রব্যমূল্যও নিয়ন্ত্রণে আছে। দেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে।’
শনিবার (৯ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নবনির্বাচিত ইউনিট কমিটির পরিচিতি সভায় এ কথা বলেন কৃষিমন্ত্রী।
তিনি বলেন, ‘দেশে খাদ্যের কোনো সংকট নেই, একটি মানুষও না খেয়ে নেই। কিন্তু কিছু মানুষের কথা শুনলে মনে হয় দেশে দুর্ভিক্ষ চলছে, মানুষ না খেয়ে মারা যাচ্ছে।’
একই সভায় অংশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার অর্থনীতি তুলনা করা উদ্দেশ্যপ্রণোদিত। এটা ষড়যন্ত্রের অংশ।
আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে আবারও বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ওবায়দুল কাদের।
সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি পরাজিত হয়, তাহলে সার্বভৌমত্ব পরাভূত হবে। বিএনপি বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবে। সব ষড়যন্ত্র ব্যর্থ করে বিজয় ছিনিয়ে আনতে হবে।’
জনপ্রিয় যে অভিনেত্রীর সাথে অভিনয় জগতে পা রাখলেন প্রতিমন্ত্রী পলক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।