সাইফুল ইসলাম : ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মানিকগঞ্জে জেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. ছাইফুল আলম।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ড. মোছা. মমতাজ সুলতানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপপরিচালক শাহজাহান সিরাজ।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. জাকির হোসেনের সভাপতিত্বে মূল প্রবন্ধ আলোচনা করেন কৃষি উন্নয়ন প্রকল্প ঢাকা অঞ্চলের প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আব্দুল কাইয়ুম মজুমদার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও ICT উইংয়ের পরিচালক মো. আব্দুস সাত্তার, প্রশাসন ও অর্থ উইংয়ের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান, সাটুরিয়া কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ মোঃ এম.এম.এ. ছালাম প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মো. মতিয়ার রহমান, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিউর রহমান,নজেলা কৃষি প্রকৌশলী কৃষিবিদ শেখ মো. নাজিম উদ্দিনসহ সকল উপজেলা কৃষি অফিসার, অতিরিক্ত কৃষি অফিসার ও কৃষি সম্প্রসারণ অফিসারবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা জেলা পর্যায়ে কৃষি খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, পরিকল্পনা এবং কৃষির মানোন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।