বিনোদন ডেস্ক : নব্বই দশকের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুন। তবে শুধু গানের ভুবনে নয়, চলচ্চিত্র, নাটক, উপস্থাপনায়ও ছিলো তার অবাধ বিচরণ। তবে বর্তমানে গান ও অভিনয় জগৎ থেকে নিজেকে কিছুটা আড়ালে রেখেছেন এই কণ্ঠশিল্পী । গান-অভিনয় ছেড়ে মনোযোগী হয়েছেন মৎস্য খামারে।
সম্প্রতি গনমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এই কণ্ঠশিল্পী জানান, মানিকগঞ্জের সিংগাইরে একটি দিঘি করেছি। নাম দিয়েছি ‘ডিজিটাল দিঘি’। এখানে মাছ চাষ করব। এখন থেকে এটাই হবে আমার ঠিকানা। সপ্তাহে একদিন এখানে আসব। খিচুড়ি রান্না হবে, গ্রামের লোক খাবে।তিনি আরও জানান, দিঘির চারপাশে অনেক খেজুর গাছ লাগানো হয়েছে। নিরাপত্তার জন্য ইলেকট্রিকের বেড়া আর সিসি ক্যামেরাও লাগানো হয়েছে। মৎস্য খামারের পাশাপাশি আগামীতে এখানে একটি ডেইরি ফার্ম করার পরিকল্পনা রয়েছে।
তবে দীর্ঘদিন শোবিজ থেকে নিজেকে গুটিয়ে রাখা প্রসঙ্গে আগুনের ভাষ্য, এখন মৎস্য খামার নিয়ে ব্যস্ত আছি। আগে কাজটি গুছিয়ে নিই, তারপর সব হবে।
উল্লেখ্য, ছোটবেলা থেকেই ‘সাডেন’ নামের একটি ব্যান্ডদলের হয়ে গানের ভুবনে পা রাখেন আগুন। তবে ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার গানের মধ্য দিয়ে তার জয়ধ্বনি সর্বত্র বেজে ওঠে। ১৯৯৭ সালে বাবা খান আতাউর রহমান পরিচালিত ‘এখন অনেক রাত’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় আগুনের অভিষেক হয়। যদিও চলচ্চিত্রের পর্দায় তাকে খুব বেশি দেখা যায়নি। সর্বশেষ তিনি হুমায়ুন আহমেদের ‘ঘেঁটুপুত্র কমলা’-তে চিত্রশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন। ব্যক্তিজীবনে আগুন মিছিল ও মশাল নামে দুই সন্তানের জনক। বাবার মতো তারাও গান ভীষণ পছন্দ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।