খেলাধুলা ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্রের সংশোধনের খসড়া প্রস্তাব বাতিলের দাবিতে একজোট হয়ে ঢাকার ৬৭টি ক্লাব তিন দিনের আলটিমেটাম দিয়েছিল। ওই আলটিমেটাম শেষে শনিবার বিসিবি গঠনতন্ত্র সংশোধনী কমিটি বাতিল, নাজমুল আবেদীন ফাহিমের পদত্যাগ, পরিচালকসংখ্যা বৃদ্ধির জন্য বিসিবিতে স্মারকলিপি দিয়েছে ক্লাবগুলো। গঠনতন্ত্র সংশোধনী কমিটির আহ্বায়ক ফাহিম পদত্যাগ না করা পর্যন্ত লিগ বয়কট করেছে তারা।
একইদিন বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে ক্লাবগুলোর একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। এ সময় পরিচালক নাজমুল আবেদীন ফাহিমও উপস্থিত ছিলেন। জানা যায়, ক্লাবগুলোর দাবি ইতিবাচক হিসেবে নিয়েছে বিসিবি।
তবে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পাঁচ দিনের সময় নিয়েছেন ফারুক আহমেদ। বোর্ড সভা ডেকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এ সময় ক্লাবগুলোর আলটিমেটাম অব্যাহত থাকবে। আরও জানা যায়, ২০ জানুয়ারি প্রথম বিভাগ ক্রিকেট শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে নেওয়া হয়েছে।
জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে আলেমদের অবদানের স্বীকৃতি দিতে হবে: হেফাজত আমির
ঢাকার ক্লাবগুলোর মধ্য থেকে ১২ জন পরিচালক বিসিবিতে প্রতিনিধিত্ব করছেন। কিন্তু সংশোধনী প্রস্তাব অনুযায়ী তা কমিয়ে ৪ জনে নামিয়ে আনার সুপারিশ করা হয়। এতে ফুঁসে ওঠে ঢাকার ক্লাবগুলো। স্মারকলিপিতে এবার ১২ জনের পরিবর্তে তা বাড়িয়ে ১৬ পরিচালক করার দাবি জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।