আসছে এআই অ্যাপের মার্কেটপ্লেইস, উদ্যোক্তা ওপেনএআই

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপের একটি মার্কেটপ্লেইস আনার ঘোষণা দিয়েছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। গণিত শেখা বা স্টিকার নকশা করার মতো পার্সোনালাইজড কাজে ব্যবহারযোগ্য অ্যাপ মিলবে সেখানে।

সোমবার অনুষ্ঠিত কোম্পানিটির প্রথম ডেভেলপার সম্মেলনে অংশ নেন সারা বিশ্ব থেকে আসা নয়শ অ্যাপনির্মাতা। তাদের সামনে নানা আপডেট তুলে ধরেন ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান। এ নতুন উদ্যোগ সাড়া জাগানো প্রযুক্তি চ্যাটজিপিটির জনপ্রিয়তা কাজে লাগিয়ে কোম্পানিটির গ্রাহককেন্দ্রিক ব্যবসা বৃদ্ধির দিকেই ইঙ্গিত বলে মন্তব্য উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে।

২০২২ সালের নভেম্বরে বাজারে আসা চ্যাটজিপিটিতে বর্তমানে সপ্তাহে ১০ কোটি সক্রিয় গ্রাহক রয়েছে, বলেন অল্টম্যান।

ব্যবহারকারী সুবিধামতো সাজিয়ে নেওয়া এআই অ্যাপগুলোকেও ‘জিপিটি’ নাম দিয়েছে কোম্পানিটি, যা গ্রাহকের হয়ে ফ্লাইট বুকিং দেওয়ার মতো দৈনন্দিন সমস্যা সমাধান করবে ভবিষ্যতের এমন এআই অ্যাসিস্টেন্টের প্রথমদিককার সংস্করণ।

কোম্পানিটি এ মাসের শেষ নাগাদ জিপিটি স্টোর উন্মোচন করবে, যার মাধ্যমে অ্যাপ নির্মাতারা তাদের গ্রাহকসংখ্যার ওপর ভিত্তি করে উপার্জন করতে পারবেন। এ বছরের শুরুতে চ্যাটজিপিটি প্ল্যাগ-ইনের জন্য একটি ইকোসিস্টেম তৈরি করতে চেয়েছিল কোম্পানিটি। সেটি ব্যার্থ হওয়ার পর এটি নতুন প্রয়াস বলেই উঠে এসেছে প্রতিবেদনে।

“আপনার যা দরকার তা আপনি আপনার কম্পিউটারকে বলবেন, এবং সেটি আপনার হয়ে সব কাজ করে দেবে,” স্যান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত সম্মেলনটির স্বাগত বক্তব্যে বলেন অল্টম্যান।

“আমরা বিশ্বাস করি, ক্রমশ উন্নয়ন এআইয়ের নিরাপত্তা ঝুঁকি নিরসনে শ্রেষ্ঠ উপায়। আমরা মনে করি সতর্কতার সঙ্গে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।”

জিপিটির পাশাপাশি ডেভেলপারদের সুবিধা দিতে বেশকিছু পরিবর্তন এনেছে ওপেনএআই। যার মধ্যে অন্যতম- উল্লেখযোগ্য আকারে খরচ কমিয়ে আনার ঘোষণায় সোল্লাসে স্বাগত জানান উপস্থিত অংশগ্রহণকারীরা।

ওপেনএআই তাদের ২০ লাখ ডেভেলপারদের জন্য নতুন জিপিটি-৪ টার্বো মডেলের ঘোষণা দেয়। মডেলটি তার পূর্বের সংস্করণ জিপিটি-৪ এর তুলনায় সস্তা সেইসঙ্গে প্রক্রিয়াজাত করতে পারে আরও বেশি ডেটা।

ছবি এবং চিত্রভিত্তিক অ্যাপ্লিকেশনের জন্য নতুন এপিআই উন্মুক্তের পাশাপাশি, বিদ্যামান জিপিটি-৪ কে আরও উন্নত করতে ডেভেলপারদের জন্য একটি বেটা সংস্করণও প্রকাশ করে কোম্পানিটি।

“এটা আমাদের মতো সার্টআপের জন্য অনেক বড় সুযোগ। হঠাৎ করেই আমাদের ব্যয় কমে দাঁড়িয়েছে তিনভাগের একভাগে,” বলেন সম্মেলনটিতে অংশগ্রহণকারী এআই অ্যাসিট্যান্ট স্টার্টআপ লিন্ডির প্রতিষ্ঠাতা ফ্লো ক্রিভেল্লো।

ক্রিভেল্লো যদিও স্বীকার করেন তাদেরকে আগামীতে আসা জিপিটি বটগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। তিনি ওপেনএআইয়ের সঙ্গে তাদের সম্পর্ককে “জটিল” বলে উল্লেখ করেন।

অল্টম্যান বলেন, তিনি দেখতে পাচ্ছেন ভবিষ্যতে প্রতি ব্যাক্তির একাধিক জিপিটি থাকবে, যেগুলো একত্রে সে ব্যাক্তির হয়ে নানা কাজ সম্পন্ন করে দেবে।