বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) ভিত্তিক জিপিটি প্ল্যাটফর্ম ‘জি-ব্রেইন’ চালু করলো সরকার। কন্সটিটিউশন, বাজেট এবং স্টার্টআপ — এ তিনটি বিশেষ জিপিটি মডেলের সমন্বয়ে গঠিত হয়েছে প্ল্যাটফর্মটি, যেখানে ওই তিনটি বিষয় সম্পর্কে যাবতীয় তথ্য সহজেই পাবেন সাধারণ মানুষ।
বুধবার (৩ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এআইভিত্তিক ‘জি-ব্রেইন’ বা গভর্নমেন্ট ব্রেইন প্ল্যাটফর্মের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রযুক্তির দুনিয়ায় এক বিস্ময়কর আবিষ্কার এআই। প্রযুক্তি ক্ষেত্রে সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে দেয়া কৃত্রিম এ বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটজিপিটি দিয়ে বিশ্বকে চমকে দিয়েছে ওপেনএআই।
তারই ধারাবাহিকতায় দেশে প্রথমবারের মতো এআইভিত্তিক জিপিটি প্ল্যাটফর্ম ‘জি-ব্রেইন’ চালু করলো সরকার। জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফরমার (জিপিটি) হলো এমন একটি এআই প্ল্যাটফর্ম, যেখানে বিষয়ভিত্তিক প্রচুর তথ্য সংরক্ষিত থাকে, যা গ্রাহক চাওয়া মাত্র লেখা আকারে সরবরাহ করে।
বাংলাদেশের সংবিধান সম্পর্কিত যেকোন প্রশ্নের উত্তর দিতে সক্ষম কনস্টিটিউশন জিপিটি। এই টুলটির মাধ্যমে খুব সহজেই সংবিধান ও এর সংশোধনী সম্পর্কে জানতে কিংবা গবেষণা করতে পারবেন নাগরিকরা।
এছাড়া, বাজেট বরাদ্দ, আর্থিক নীতি ও এর প্রভাব সম্পর্কে যাবতীয় তথ্য সরবরাহ করবে বাজেট জিপিটি।
এআইভিত্তিক জিপিটি প্ল্যাটফর্ম ‘জি-ব্রেইন’-এর তৃতীয় মডেলটি হলো, স্টার্টআপ জিপিটি। নিত্যনতুন স্টার্টআপ ইকোসিস্টেমকে তহবিল, যোগ্যতা এবং প্রয়োজনীয় তথ্য সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেবে এ প্ল্যাটফর্ম। ধরা যাক, কারো অফিস স্পেসের প্রয়োজন হলো, তিনি যদি স্টার্টআপ জিপিটিকে জিজ্ঞেস করেন, তাহলে এটি তাকে জানাবে কে, কোথায় ও কীভাবে অফিস স্পেস অফার করছে।
তাছাড়া, এটি ভেঞ্চার ক্যাপিটাল, অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট, সরকারি অনুদান এবং ঋণের মতো তহবিলের বিষয়ে প্রশ্নের উত্তর দেয়, যা স্টার্টআপগুলোকে তাদের তহবিল সংগ্রহ অনেক সহজ করতে সাহায্য করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।