মাইক্রোসফট আগে ঘোষণা দিয়েছিল যে, তারা পাওয়ারফুল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার বিং সার্চ এর সাথে যুক্ত করবে এবং এ ফিচারটি আপনি windows 11 ভার্সন এ ব্যবহার করতে পারবেন। এটি আপনার উইন্ডোজের টাস্কবারেই সংযুক্ত থাকবে।
আপনি শীঘ্রই এ দুর্দান্ত ফিচারটি ব্যবহার করতে পারবেন। তবে শুরুতে আপনাকে ওয়েটিং লিস্টে থাকতে হতে পারে। AI-Enabled Bing কো-পাইলট হিসেবে কাজ করবে।
আপনি ফিচারটির conversational mode ব্যবহার করার সুযোগ পাবেন। অনেক প্রশ্নের উত্তর একসাথে দিতে পারবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম।
এই সিস্টেমটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন মানুষের প্রাইভেসি, ডাটা প্রোটেকশন এবং নৈতিকতার বিষয় নিয়ে বিতর্ক তৈরি না হয়। ব্যবহারকারীরা তাদের প্রয়োজনীয় সকল তথ্য এই সিস্টেম থেকে পেতে পারবে।
ভয়েস পদ্ধতির মাধ্যমে ফিচারটি আপনি ব্যবহার করতে পারবেন। নতুন সিস্টেমটির মোবাইল ভার্সন নিয়ে আসার ক্ষেত্রেও মাইক্রোসফট বদ্ধপরিকর। এটির পাশাপাশি মাইক্রোসফট আরো নতুন ফিচার নিয়ে এসেছে।
আপনি এখন কুইক সেটিং এর টাস্কবার থেকেই উইন্ডোজ স্টুডিও এফেক্ট ব্যবহার করতে পারবেন। ট্যাবলেট মুডে উইন্ডোজ ১১ ব্যবহার করার সময় স্লাইড অ্যাওয়ে টাস্কবার ফিচারটি সচল থাকবে। হেল্প মেনু থেকে কুইক এসিস্ট অপশনটি ব্যবহার করতে পারবেন এবং প্রয়োজনীয় টেক সাপোর্ট গ্রহণ করতে পারবেন।
নতুন আপডেট এ স্ক্রীন শেয়ার মোড চালু করা হয়েছে এবং পুরো সিস্টেমের রিমোট কন্ট্রোল ফিচার যোগ করা হয়েছে। স্নিপিং টুল অপশন এর মধ্যে স্ক্রিন রেকর্ডিং এর ফিচার যোগ করা হয়েছে।
আগে এটি দিয়ে শুধু ছবি ক্যাপচার করা যেত। ফেব্রুয়ারির ২৮ তারিখে এসব গুরুত্বপূর্ণ ফিচার উইন্ডোজ ১১ সিস্টেমে যোগ করা হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম ব্যবহার করতে হলে আপনাকে তাদের প্রিভিউ প্রোগ্রামের অংশ হতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।