চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইকে নিজেদের এআই অ্যাসিসট্যান্ট ক্লদ অ্যাক্সেস করা থেকে বিরত রেখেছে অ্যানথ্রপিক। ফলে ক্লদের এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইনটারফেস) অ্যাক্সেস হারিয়েছে শীর্ষ এআই প্রতিষ্ঠানটি। পরিষেবার শর্তাবলী লঙ্ঘন করায় ওপেনএআই’র বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছে অ্যানথ্রপিক। শুক্রবার (১ আগস্ট) অনলাইন সংবাদমাধ্যম ওয়্যার্ডে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

উল্লেখ্য, ওপেনএআই সম্ভবত তাঁদের আসন্ন জিপিটি-৫ এআই মডেলটি তৈরিতে ও এর পরীক্ষায় ব্যবহার করছিল ক্লদ এআই টুলটির এপিআই। কিন্তু অ্যানথ্রপিকের এই এআই সার্ভিসটি ব্যবহারের শর্তাবলী লঙ্ঘন করেছে স্যাম অল্টম্যানের প্রতিষ্ঠান। অন্তত এমনটাই দাবি অ্যানথ্রপিকের। বেশ কয়েকটি সূত্র থেকে বিষয়টি জানতে পেরেছে বলে জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম ওয়্যার্ড।
চলতি মাসেই অর্থাৎ আগস্টেই রিলিজ হওয়ার কথা ওপেনএআই’র শক্তিশালী জিপিটি-৫ এআই মডেলটি। ধারণা করা হচ্ছে, মডেলটি রিলিজ করার পূর্বে শেষ মুহূর্তের পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে ওপেনএআই এবং তারই অংশ হিসেবে ক্লদের এপিআই অ্যাক্সেস করেছে প্রতিষ্ঠানটি।
ওয়্যার্ডের প্রতিবেদনে উল্লেখিত সূত্রটি বলছে, ওপেনএআই ক্লদের চ্যাট ইন্টারফেস ব্যবহার করার পরিবর্তে এর আভ্যন্তরীণ টুল অ্যাক্সেস করেছে। সেখান থেকে তাঁরা এপিআই ব্যবহার করে জিপিটি-৫ ও ক্লদের পারফরম্যান্সের মধ্যে একটি তুলনামূলক পরীক্ষা চালিয়েছে। বিশেষ করে কোডিং ও সৃজনশীল রাইটিংয়ে ক্লদের তুলনায় জিপিটি-৫ মডেলটি কতটা সক্ষম সেটাও বিশ্লেষণ করেছে ওপেনএআই।
শুধু তাই নয়, ওপেনএআই’র বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ক্লদের এপিআই ব্যবহার করে শিশু যৌন নির্যাতন, নিজের ক্ষতি ও মানহানির মতো বিষয়ে সুরক্ষা প্রম্পটগুলোও পরীক্ষা করেছে। এর মাধ্যমে প্রাপ্ত ডেটা ব্যবহার করে ওপেনএআই জিপিটি-৫ মডেলটিকে আরও বেশি সুরক্ষিত করে তুলতে পারে। এতে করে জিপিটি-৫ মডেলটি ক্লদের চেয়েও শক্তিশালী হয়ে উঠতে পারে।
তবে ক্লদের এপিআই ব্যবহারের ক্ষেত্রে ওপেনএআই অ্যানথ্রপিকের বাণিজ্যিক পরিষেবার শর্তাবলী ভঙ্গ করেছে। তাঁদের শর্তাবলীর একটি হচ্ছে, অ্যানথ্রপিকের এআই টুল ব্যবহার করে প্রতিদ্বন্দ্বী কোনও এআই প্রোডাক্ট তৈরি করা যাবে না। কিন্তু ওপেনএআই ঠিক এই কাজটি-ই করেছে জিপিটি-৫ তৈরি ও পরীক্ষার ক্ষেত্রে।
অ্যানথ্রপিকের পরিষেবার শর্তাবলীতে উল্লেখ আছে, ‘প্রতিদ্বন্দ্বী পণ্য বা পরিষেবা তৈরি করার উদ্দেশ্যে গ্রাহক অবশ্যই (অ্যানথ্রপিকের) পরিষেবা ব্যবহার করবে না, যার মধ্যে ‘প্রতিদ্বন্দ্বী এআই মডেলের প্রশিক্ষণ ও (অ্যানথ্রপিকের) পরিষেবার পুনঃবিক্রয়ও অন্তর্ভুক্ত।
অ্যানথ্রপিকের অভিযোগের পর ওপেনএআই বলেছে যে, তাঁরা যা করেছে তা ইন্ডাস্ট্রির মান (স্ট্যান্ডার্ড) বজায় রেখেই করেছে। কেননা প্রতিটি এআই প্রতিষ্ঠানই তাঁদের মডেলগুলোকে প্রতিদ্বন্দ্বী এআই মডেলের সাথে তুলনা করে সক্ষমতা যাচাই করে থাকে।
অ্যানথ্রপিকের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রসঙ্গে ওপেনএআই জানিয়েছে যে, তাঁরা অ্যানথ্রপিকের সিদ্ধান্তকে শ্রদ্ধা করে, কিন্তু এমন সিদ্ধান্তে তাঁরা হতাশ। উল্লেখ্য, ওপেনএআই’র এপিআই-তে অ্যাক্সেস এখনও উন্মুক্ত আছে অ্যানথ্রপিকের।
তথ্যসূত্র: ম্যাশেবল, ওয়্যার্ড
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



