বিনোদন ডেস্ক : ভারতের পেস তারকা মোহাম্মদ শামি আর টেনিস সুপারস্টার সানিয়া মির্জার বিয়ে নিয়ে গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াচ্ছে। কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে দুজনের ছবি জোড়া দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বেশিরভাগ মানুষ কোনো যাচাই বাছাই না করেই হুমড়ি খেয়ে পড়েছে এই ভুয়া খবর নিয়ে। শামি-সানিয়ার বিয়ের খবর গুজব বলে নিশ্চিত করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ‘বুম’।
শামির সঙ্গে তার স্ত্রী হাসিন জাহানের সম্পর্ক নেই অনেকদিন হলো। অন্যদিকে চলতি বছরের শুরুর দিকে সানিয়ার সঙ্গে ছাড়াছাড়ি হয় পাকিস্তানের সাবেক অল-রাউন্ডার শোয়েব মালিকের। তাই মাঝেমধ্যেই দুজনকে নিয়ে নানারকম গুজব ছড়ানো হয়, যা এবার বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে। এআই দিয়ে ছবি বানিয়ে ক্যাপশনে লেখা হচ্ছে- ‘দুবাইতে মোহাম্মদ শামি এবং সানিয়া মির্জার অবকাশ যাপন।’ সানিয়া মির্জা মহম্মদ শামি
সানিয়া মির্জা আর মোহাম্মদ শামির এই ছবিগুলোকে ভুয়া হিসেবে নিশ্চিত করেছে বুম।
যুক্তরাষ্ট্রে দুই গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে দিলেন বাংলাদেশের মননযুক্তরাষ্ট্রে দুই গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে দিলেন বাংলাদেশের মনন
এআই শনাক্তকারী টুল ব্যবহার করে ‘বুম’ নিশ্চিত করেছে, এমন কোনো ঘটনাই ঘটেনি।
জুলাই অভ্যুত্থানে একাত্মতা প্রকাশ করা প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা : আসিফ নজরুল
ইন্টারনেটে ছড়ানো ছবিগুলো সম্পূর্ণ ভুয়া এবং এআই দিয়ে তৈরি। বিয়ের গুজব ছড়ালেও এসব নিয়ে সামি বা সানিয়ার কেউ মুখ খোলেননি। মোহাম্মদ শামি লম্বা চোট থেকে ফিরে এখন জাতীয় দলে ফেরার লড়াইয়ে আছেন। তবে চলতি বোর্ডার-গাভাস্কার সিরিজে তিনি সুযোগ পাননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।