এআইয়ের নতুন আবহওয়ার পূর্বাভাস মডেল আনছে গুগল

google

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের নতুন আবহওয়ার পূর্বাভাস মডেল আনছে গুগল। শক্তিশালী এই মডেল তৈরির কাজ চলছে বলে জানিয়েছে গুগল। এ মডেল বিভিন্ন আবহাওয়ার পূর্বাভাস ব্যবস্থার চেয়ে বেশি কার্যকর। গুগলের ডিপমাইন্ড দল চলতি সপ্তাহে আবহাওয়ার পূর্বাভাসের জন্য একটি পূর্ণাঙ্গ এআই মডেল উন্মোচন করেছে। নতুন এই মডেলের নাম রাখা হয়েছে জেনকাস্ট

google

নেচার বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণাপত্রে ডিপমাইন্ড গবেষকেরা নতুন মডেলের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন। জেনকাস্ট ইউরোপীয় সেন্টার ফর মিডিয়াম-রেঞ্জ ওয়েদার ফোরকাস্টের ইএনএস ব্যবস্থার চেয়ে বেশি শক্তিশালী, দাবি ডিপমাইন্ডের বিজ্ঞানীদের। ইএনএস বিশ্বের অন্যতম শীর্ষ শক্তিশালী আবহওয়ার পূর্বাভাস ব্যবস্থা।

একটি ব্লগ বার্তায় নতুন মডেলের পেছনের প্রযুক্তির ব্যাখ্যা দিয়েছে ডিপমাইন্ড দল। প্রচলিত আবহাওয়া মডেল ভবিষ্যতের আবহাওয়ার একক ও অনুমানভিত্তিক তথ্য প্রদান করে। জেনকাস্ট পঞ্চাশ বা তার বেশি ভবিষ্যদ্বাণীর সমষ্টি নিয়ে কাজ করে। সম্ভাব্য আবহাওয়ার দৃশ্য কল্পনা করে কার্যকর তথ্য দিতে পারে। ভবিষ্যতের আবহাওয়ার পরিস্থিতি কেমন হবে, তা বিভিন্ন উৎস থেকে সংগৃহীত উপাত্ত বিশ্লেষণ করে প্রায় সঠিক ধারাভাষ্য দিতে পারে। জেনকাস্টকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন আবহাওয়ার ডেটার ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে ২০১৯ সালে আবহাওয়ার পূর্বাভাস তুলনায় দেখা যায়, জেনকাস্ট ৯৭.২ শতাংশ সঠিক পূর্বাভাস দিতে পারছে।

ভারত থেকে আমদানি করা হয়েছে ৪৬৮ মেট্রিক টন আলু

এই সেবা গুগল সার্চ ও মানচিত্রে অন্তর্ভুক্ত করছে গুগল। জেনকাস্ট থেকে রিয়েল-টাইম ডেটা ও অতীতের পূর্বাভাস সম্পর্কে জানা যাবে।