আন্তর্জাতিক ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির ফলে এবার এআই মডেলদের জন্য আয়োজন করা হচ্ছে সুন্দরী প্রতিযোগিতা! ওয়ার্ল্ড এআই ক্রিয়েটার অ্যাওয়ার্ডস আয়োজন করছে ‘মিস এআই’ প্রতিযোগিতা, যেখানে বিজয়ীরা পাবেন মোট ২০,০০০ ডলারের পুরস্কার।
প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী এআই ক্রিয়েটরদের সৃজনশীলতাকে স্বীকৃতি দেওয়া। ১০ মে বিজয়ীদের নাম ঘোষণার সঙ্গেই পুরস্কার প্রদান করা হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিযোগিতার শর্ত ও মূল্যায়ন
- বিশ্বের যেকোনো ক্রিয়েটর এতে অংশ নিতে পারবেন।
- অবশ্যই অংশগ্রহণকারীদের সোশ্যাল মিডিয়ায় সক্রিয় উপস্থিতি থাকতে হবে।
- জনপ্রিয় এআই টুল (DALL-E 3, Midjourney, Copilot Designer) ব্যবহার করে মডেল তৈরি করা যাবে।
বিচারকরা সৌন্দর্য, প্রযুক্তিগত দক্ষতা ও সামাজিক প্রভাব এই তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগীদের মূল্যায়ন করবেন। বিজয়ীর জন্য থাকছে ৫,০০০ ডলার পুরস্কার!
বিচারকদের তালিকা
এই প্রতিযোগিতায় থাকছেন চারজন বিচারক, যার মধ্যে রয়েছেন এআই ইনফ্লুয়েন্সার আইতানা লোপেজ, এমিলি পেলেগ্রিনি, উদ্যোক্তা অ্যান্ড্রু ব্লচ এবং সৌন্দর্য বিশেষজ্ঞ স্যালি-অ্যান ফসেট।
এআই-জগতে অভিনব এই প্রতিযোগিতা নতুন এক দিগন্ত উন্মোচন করবে, যেখানে প্রযুক্তি আর সৌন্দর্য মিলবে একসাথে!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।