জাপানের একটি নবগঠিত রাজনৈতিক দল জানিয়েছে, তাদের দলীয় প্রতিষ্ঠাতা সাম্প্রতিক নির্বাচনে ভরাডুবির পর পদত্যাগ করায় তারা কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) নেতা বানাতে যাচ্ছেন। আজ মঙ্গলবার তারা এই ঘোষণা দেয়।সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
চলতি বছরের জানুয়ারিতে জাপানের পঞ্চিমাঞ্চলের একটি ছোট শহরের সাবেক মেয়র শিনজি ইশিমারু ‘পাথ টু রিবার্থ’ নামে একটি দল গঠন করেন। দলটির নির্দিষ্ট কোনো নীতিনির্ধারনী প্ল্যাটফর্ম নেই এবং সদস্যরা নিজেদের ইচ্ছে মতো এজেন্ডা নির্ধারণ করতে পারেন।
ইশিমারু ২০২৪ সালের টোকিও গভর্নর নির্বাচনে অনলাইনে সফল প্রচারণার মাধ্যমে অপ্রত্যাশিতভাবে দ্বিতীয় হয়েছিলেন। তবে এ বছর উচ্চকক্ষের নির্বাচনে কোনো আসন না পাওয়ার পর তিনি দল থেকে পদত্যাগ করেন।
কিয়োটো বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর বয়সী ডক্টরাল ছাত্র কোকি অকুমুরা নিজেকে দলটির নতুন নেতার সহকারী হিসেবে পরিচয় দেন। অকুমুরা সম্প্রতি ইশিমারুর উত্তরসূরি নির্বাচনে দলীয় প্রতিযোগিতায় জয়ী হয়েছেন। তিনি বলেন, ‘নতুন নেতা হবে এআই’।
কোকি জানান, এআই কবে এবং কীভাবে নেতা হিসেবে কার্যকর হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে দলের সদস্যদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করবে না।
বরং সদস্যদের মধ্যে সম্পদ বণ্টনের মতো সিদ্ধান্তগুলো এআই নেবে। দলটি গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হলেও এখনো কোনো আসন পায়নি। গত জুনে টোকিও অ্যাসেম্বলির নির্বাচনে দলটির ৪২ জন প্রার্থীই হেরে যান। জুলাই মাসে উচ্চকক্ষের নির্বাচনে অংশ নেওয়া ১০ জন প্রার্থীও পরাজিত হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।