মডেলিংয়ে এআই, মাসে আয় প্রায় ১২ লাখ টাকা

model

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : মাথা ভর্তি গোলাপি চুল আর ছিপছিপে চেহারা। ফিটনেস ফ্রিক এই তরুণী মডেল সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুরাগীর মনে জায়গা করে নিয়েছে। তিনি স্পেনের জনপ্রিয় মডেল আইতানা। জানলে অনেকেই অবাক হতে পারেন যে, আইতানার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। তিনি কোনো রক্ত মাংসের মানুষ নন। ‘দ্য ক্লুলেস’ নামের স্পেনের একটি মডেলিং এজেন্সি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে আইতানাকে বানিয়েছে।

model

এই মডেলের মাসিক আয় শুনলে চোখ কপালে উঠবে অনেকের। ইউরো নিউজের প্রতিবেদনে জানা যায়, আইতানার মাসে আয় ১০ হাজার ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ১২ লাখ টাকা।

আইতানাকে তৈরির আগে দ্য ক্লুলেসের উদ্যোক্তা ও ডিজাইনার রুবেন ক্রুজকে কঠিন সময় পার করতে হচ্ছিল। তাঁর সংস্থার তেমন কোনো গ্রাহক ছিল না। ইউরোনিউজকে ক্রুজ সেই সময়ের কথা তুলে ধরে বলেন, ‘কঠিন এক সময়ে আইতানার জন্ম। অনেক মডেল বা ইনফ্লুয়েন্সার ঠিকমতো কাজ করছিলেন না। এমন পরিস্থিতিতে আমরা নিজেদের ইনফ্লুয়েন্সার তৈরির কথা ভাবি।’

কঙ্গনাকে ‘যৌ-নক-র্মী’ বলে সম্বোধন, বিপাকে কংগ্রেস নেত্রী

গত বছরের জুলাইয়ে ইনস্টাগ্রামে আইতানার একটি প্রোফাইল খোলা হয়েছিল। সেই প্রোফাইলের অনুসারীর সংখ্যা ৩ লাখের বেশি। মডেল হিসেবে আইতানার এমন বিপুল জনপ্রিয়তার পর এআইকে কাজে লাগিয়ে আরেকটি মডেল তৈরি করেছেন ডিজাইনার রুবেন ক্রুজ। দ্বিতীয় মডেলের নাম মাইয়া। তবে আইতানার জনপ্রিয়তা এখনও ছুঁতে পারেনি এই নতুন মডেল।