এআই জানাবে কোন পজিশনে তৃপ্ত হবে আপনার স্ত্রী

কোন পজিশনে তৃপ্ত

লাইফস্টাইল ডেস্ক : দীর্ঘদিন ধরে একই ভঙ্গিতে লিপ্ত হচ্ছেন। যৌ*জীবনে আলাদা করে কোনও উত্তেজনা নেই। সঙ্গীনিও ঠিকমতো তৃপ্ত হচ্ছেন না। সমস্যার সমাধান করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। কীভাবে?

কোন পজিশনে তৃপ্ত

প্রায় রোজই যৌ*তায় লিপ্ত হচ্ছেন, কিন্তু তৃপ্তি মিলছে না। অথচ দুজনেরই যৌ*চাহিদাই কোনও খামতি নেই। নেই বিশেষ কোনও যৌ*রোগও। তাহলে, কিসের অভাবে যৌ*জীবনে খামতি থাকছে? বিশেষজ্ঞদের মতে সমস্যার সমাধান হতে পারে, যৌ*ভঙ্গীতে বদল এনে। কামসূত্র বইয়ে বিভিন্ন যৌ*ভঙ্গির উল্লেখ মেলে। কিন্তু তা বেশ পুরনো এবং প্রচলিত। তাই যৌ*তৃপ্তির খোঁজে নতুন ভরসা হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা।

যদিও এক্ষেত্রে সরাসরি কারও যৌ*তৃপ্তি মেটাতে AI-র ভূমিকা নেই। এখানে স্রেফ নতুন নতুন যৌ*ভঙ্গির খোঁজ মিলবে। তাও আবার প্রত্যেকের ব্যক্তিগত চাহিদা অনুযায়ী। একথা বলাই বাহুল্য, যৌ*তা সকলের কাছে যথেষ্ট ব্যক্তিগত একটা বিষয়। অনেকক্ষেত্রে সঙ্গী যেমনটা চাইছেন, ঠিক সেই পরিমাণ যৌ*চাহিদা অনেকের নাও থাকতে পারে। তাই যৌ*ভঙ্গির ক্ষেত্রেও দুজনের পছন্দের বিস্তর ফারাক হতে পারে। সেখানেই মসিহা হয়ে উঠতে পারে AI।

স্রেফ নতুন যৌ*ভঙ্গি নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার জোরে যৌ*তার আরও অনেক খুঁটিনাটি জানতে পারবেন যে কেউ। ঠিক কী করলে সঙ্গিনী তৃপ্ত হবেন, সেই সবরকম আদবকায়দা শেখাতে পারে AI। সেইসঙ্গে কেউ যদি নিজের ব্যক্তিগত পছন্দ অপছন্দের কথা ঠিকমতো এআই কে জানাতে পারে, তাহলে ঠিক সেইমতো যৌ*তার ভঙ্গি বাতলে দেবে সে। সেখানে কোনও অসুবিধা হলেও ঘাবড়ানোর কিছু নেই। অনায়াসে সেই সমস্যা মিটিয়ে দেবে AI। যৌ*স*মের সময় কেউ যদি স্বচ্ছন্দ বোধ না করেন, কিংবা কারও যদি অন্য কোনও অসুবিধা হয় তাহলে তা মিটিয়ে দেবে AI। এর জন্য বিশেষ কিছু করারও দরকার নেই। স্রেফ কী সমস্যা তা ঠিকমতো জানাতে হবে।

এবার প্রশ্ন হচ্ছে, ঠিক কী ধরনের যৌ*ভঙ্গির হদিশ মিলবে কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে?

অবশ্যই এমন কিছু যা সচরাচর কেউ ভাবতেই পারেন না। কামসূত্র বইয়ে এমন কিছু ভঙ্গির উল্লেখ মেলে, যা বাস্তবে প্রয়োগ করা বেশ কঠিন। এগুলি মূলত যৌ* আসন। তা শরীর একেবারে ফিট না হলে, এইসব করতে সমস্যা পড়তে পারেন যে কেউ। তখন যৌ*তৃপ্তির বদলে অন্য কোনও সমস্যা এসে জুটবে। কৃত্রিম বুদ্ধিমত্তার দেখানো কৌশলে সেসবের বালাই নেই।

শয্যাসঙ্গী হওয়ার একাধিক প্রস্তাব পেয়েছিলেন পূজা

যেহেতু নির্দিষ্ট ব্যক্তি ও তাঁর সঙ্গীর যাবতীয় পছন্দ অপছন্দ সে জেনে নিচ্ছে, তাই এমন কিছু সে বলবে না যা যুগলকে অস্বস্তিতে ফেলতে পারে। বরং AI-এর দেখানো কৌশলে যৌ* করলে সহজেই উত্তেজনার চরমে পৌঁছাতে পারবেন যে কেউ। তাই যৌ*তা নিয়ে আগ্রহ থাকলে, অবশ্যই কৃত্রিম বুদ্ধিমত্তার এই ম্যাজিক সম্পর্কে জেনে নেওয়া যেতে পারে। এতে একদিকে যেমন যৌ*জীবন হয়ে উঠবে উত্তেজনায় পরিপূর্ণ তেমনই যৌ*তায় শরীরের কোনও ক্ষতির হওয়ারও আশঙ্কা থাকবে না।