বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ৪৮ ঘণ্টার মধ্যে একটি সুপারবাগ রহস্য সমাধান করেছে, যা দেখে রীতিমতো অবাক বিজ্ঞানীরা। বিবিসি জানিয়েছে, মাইক্রোবায়োলজিস্টরা এক দশকেরও বেশি সময় ধরে জটিল সমস্যাটি বোঝার জন্য কাজ করছেন। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের অধ্যাপক জোসে পেনাডেস এবং তার দল বছরের পর বছর ধরে গবেষণা করে আসছেন কেন সুপারবাগ অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী। সুপারবাগ হল এমন ব্যাকটেরিয়া বা ছত্রাক যা একাধিক অ্যান্টিবায়োটিককে অতি সহজে হারিয়ে দিয়েছে। এই জীবাণুকে অতি সহজে শেষ করা কঠিন। যদি আপনি অতিরিক্ত অ্যান্টিবায়টিক নিয়ে থাকেন তাহলে আপনার দেহে এই সুপারবাগের জন্ম নিজে থেকেই হয়ে যাবে। একে সহজে ওষুধ দিয়ে নষ্ট করা যায় না। এর ক্ষমতা এতটাই বেশি যে একে নিয়ে বহুদিন ধরেই চিন্তায় ছিলেন বিজ্ঞানীরা।
অধ্যাপক জোসে গুগলের এআই টুল ‘কো-সায়েন্টিস্ট’-কে এই রহস্য সমাধানের দায়িত্ব দেন। সকলকে অবাক করে দিয়েছে এআই টুলটি । দু দিনের মধ্যে এই সুপারবাগের ওষুধের ফর্মুলা বাতলে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা । সবথেকে আশ্চর্যের বিষয় হলো, অধ্যাপক জোসে পেনাডেসের গবেষণাটি এখনও প্রকাশিত হয়নি, যার অর্থ হল এআই পাবলিক ডোমেইন থেকে এটি অ্যাক্সেস করতে পারত না। পেনাডেস ভাবতে শুরু করেন যে এআই কি কোনওভাবে তার সিস্টেম থেকে তথ্যটি সংগ্রহ করেছে। পেনাডেস এবং তার গবেষকদের দল কিছু সুপারবাগ, অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ক্ষতিকারক ব্যাকটেরিয়া তৈরির দিকে নজর দিচ্ছিল। তাদের তত্ত্ব ছিল যে সুপারবাগগুলি ভাইরাসের সাহায্যে এক প্রজাতি থেকে অন্য প্রজাতিতে স্থানান্তরিত হতে পারে। এই অনুমানটি গবেষণা দলের কাছেই ছিল এবং কোথাও প্রকাশিত বা শেয়ার করা হয়নি। কিন্তু গুগলের এআই টুল এই হাইপোথিসিসকেই মান্যতা দিয়েছে এবং সমাধান বাতলে দিয়েছে।
এবার বিজ্ঞানীরা এই সমস্যার সমাধান অতি সহজেই করতে পারবে বলে মনে করা হচ্ছে। যদি এটি দ্রুত তৈরি করা যায় তাহলে পৃথিবী থেকে চিরতরে বিদায় নেবে এই সুপারবাগ। এটি এমন একটি জীবাণু যাকে সহজে শেষ করা যায় না। অতি দ্রুত এটি দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। সেখান থেকে দেহের নানা অংশকে ধ্বংস করতে শুরু করে সুপারবাগ। পেনাডেস বলেছেন যে এআই টুলটি কেবল তার গবেষণার প্রতিলিপি তৈরি করেনি বরং প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। তিনি বলেন যে এআই কেবল সঠিক অনুমানই প্রদান করেনি বরং আরও চারটি অনুমানের পরামর্শ দিয়েছে, যার সবকটিই বৈধ।
সূত্র : এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।