বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা হলো ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর নতুন অবতার। এমনভাবে তৈরি করা হয়েছে, যেখানে ২০০টি ভাষায় কথা বলতে পারে এই অবতার। বিজ্ঞানের এমন কৃতিত্ব দেখে চমকে গিয়েছেন সাবেক এই ক্রিকেটার নিজেই।
এআই অবতার উদ্বোধনের পাশাপাশি অনুষ্ঠান থেকে নানা বিষয়ে মন্তব্যও করেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি। কেকেআর থেকে শুরু করে মোহনবাগান-খেলার দুনিয়া নিয়ে কথা বলেন সৌরভ।
উত্তরসূরি মাহেন্দ্র সিং ধোনির প্রশংসায় পঞ্চমুখ সৌরভ গাঙ্গুলী। তার মতে, ধোনি যদি খেলেন তাহলে অধিনায়ক হিসেবেই খেলা উচিত। ধোনির সেরা পারফরম্যান্স বের করে আনে তার নেতৃত্বই।
অনেকে বলেন, খাতায় কলমে রুতুরাজ গায়কোয়াড় অধিনায়ক হলেও নেতৃত্ব দেন ধোনিই। তবে অধিনায়কত্ব না করলেও ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন ক্যাপ্টেন কুল। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচেও ‘মাহি মার রাহা হ্যায়’ মেজাজে দেখা গিয়েছে তাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।