আন্তর্জাতিক ডেস্ক : এ যেন বাস্তবের মধ্যেই এক অদ্ভুত জাদুকরী অভিজ্ঞতা! কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) পরামর্শ মেনে শেয়ারবাজারে বিনিয়োগ করে মাত্র ১০ দিনের মধ্যেই নিজের অর্থ দ্বিগুণ করেছেন এক তরুণ। নিজের ব্যক্তিগত বিশ্লেষণের বদলে কৃত্রিম মেধার সাহায্য নিয়ে এই সাফল্য পাওয়ার কথা তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। রেডিটে প্রকাশিত তাঁর পোস্ট এখন ভাইরাল।
পোস্টে তরুণটি জানান, পরীক্ষামূলকভাবে তিনি একটি ট্রেডিং অ্যাপে ৪০০ ডলার বিনিয়োগ করেন। উদ্দেশ্য ছিল, দেখে নেওয়া – নিজের বিনিয়োগ কৌশল এআই-এর তুলনায় কতটা কার্যকর। কিন্তু প্রথম দিনেই তার বিনিয়োগে উল্লেখযোগ্য লাভ হয়। এর পরের কয়েক দিনেই তিনি পুরোপুরি আস্থা রাখেন এআই-এর উপর। চার দিনের মধ্যেই তিনি সিদ্ধান্ত নেন তার পোর্টফোলিওকে ভাগ করার—১৩টি লেনদেন পরিচালনা করবে চ্যাটজিপিটি এবং ৫টি গ্রোক নামের অন্য এক এআই মডেল।
তিনি জানান, দু’টি এআই-কে তিনি স্প্রেডশিট, বিনিয়োগ সংক্রান্ত স্ক্রিনশট, টেকনিক্যাল সূচক ও সামষ্টিক অর্থনৈতিক তথ্য সরবরাহ করেন। এসব বিশ্লেষণ করে যে বিনিয়োগ পরামর্শ তারা দেয়, তা অনুসরণ করেই তিনি লাভবান হন।
১০ দিন শেষে তিনি লক্ষ্য করেন, তার মোট বিনিয়োগে ১০০ শতাংশ মুনাফা হয়েছে। তিনি লিখেছেন, “আমি মোট ১৮টি লেনদেন করেছি। এর মধ্যে ১৭টি সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিটি লেনদেনেই এআই অসাধারণ দক্ষতা দেখিয়েছে।”
তাঁর এই অভিজ্ঞতা শেয়ার করার পর রেডিটে তা ঝড় তোলে। অনেকে এআই-এর বুদ্ধিমত্তার প্রশংসা করেন, আবার কেউ কেউ স্বল্পমেয়াদি সাফল্যের ভিত্তিতে সিদ্ধান্ত না নিতে সতর্ক করে দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।