সাবলীলভাবেই স্কুলে ক্লাস নিল ‘এআই’ শিক্ষক

AI Teacher

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা যে সমাজজীবনের বিভিন্ন ক্ষেত্রে জায়গা করে নেবে, তা নিয়ে জল্পনা চলছিলই। ইতিমধ্যে টিভি সঞ্চালনায় জায়গা করে নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এবার শিক্ষকতার ক্ষেত্রেও জায়গা করে নিল অত্যাধুনিক এই প্রযুক্তি। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য আসামের এক বেসরকারি স্কুলে এই প্রথম ‘এ আই’ শিক্ষককে দেখা গেল। ছাত্রছাত্রীদের একাধিক প্রশ্ন সাবলীলভাবেই জবাব দিতে দেখা গিয়েছে এই শিক্ষককে।

AI Teacher

আসামের গুয়াহাটিতে একটি বেসরকারি স্কুলে ছাত্রছাত্রীদের ক্লাস নিতে দেখা গিয়েছে ‘আইরিশ’কে। আইরিশের পরনে শাড়ি, গায়ে গয়না। দেখতে ঠিক যেন স্কুল শিক্ষিকা। নতুন এই শিক্ষিকা ছাত্রছাত্রীদের সঙ্গে কেমন ব্যবহার করবে, তা নিয়ে কৌতুহলের অন্ত ছিল না স্কুল কর্তৃপক্ষ। পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যেও উৎসাহের অন্ত ছিল না।

তবে জানা যাচ্ছে, ক্লাসরুমে ছাত্রছাত্রীদের সব প্রশ্নের জবাব দিয়েছেন আইরিশ। সিলেবাসে থাকা একাধিক বিষয়ে ছাত্রছাত্রীরা প্রশ্ন করেছিলেন শিক্ষিকাকে। সেই সব প্রশ্নের ঠিক ঠাক জবাব দেন তিনি। শুধু তাই নয়, ছাত্রছাত্রীদের সঙ্গে করমর্দন করতেও দেখা যায় স্কুল শিক্ষিকাকে। পাশাপাশি ছাত্রছাত্রীদের সঙ্গে মজা করতেও দেখা যায় তাকে।

বেসরকারি স্কুলের এক শিক্ষক জানান, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন শিক্ষক যেভাবে ছাত্র ছাত্রীদের একাধিক প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছিলেন, তাতে শিক্ষার্থীরা তার ক্লাস করতে খুবই উদগ্রীব।’ উল্লেখ্য, নীতি আয়োগের উদ্যোগে অটল টিঙ্কারিং ল্যাব প্রকল্পের অধীনে এই এ আই শিক্ষককে তৈরি করা হয়েছিল। এই প্রকল্পে সহযোগিতা করেছে মেকারল্যাব এডুটেক নামে একটি সংস্থা।