বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ব্যবহার করে মিনি ভিডিও তৈরি করা শুরু করেছে ইউটিউব। সম্প্রতি অ্যান্ড্রয়েড পুলিশের সূত্রে সাইটটির একটি সাপোর্ট পেজ থেকে এ তথ্য জানা গেছে। তবে এটি আপাতত কিছু ইংরেজি ভিডিওতে দেখা যাবে।
আর অল্প কিছু ব্যবহারকারী বর্তমানে এটি দেখতে পাবেন। এগুলো ইউটিউবের ওয়াচ ও সার্চ পেজে পাওয়া যাবে। এটি ব্যবহারকারীকে ভিডিওর একটি সংক্ষিপ্ত পরিচয় দেবে।
৫৬-র মাধুরীর ঝলমলে চুলের রহস্য কী?
গুগলের এক মুখপাত্র সংবাদমাধ্যম ভার্জকে বলেন, আমরা এআইর নতুন একটি ফিচার নিয়ে কাজ করছি, যা ইউটিউবের ভিডিওর একটি সংক্ষিপ্তসার তৈরি করবে। তিনি আরও বলেন, আমরা সব সময়ই নতুন নতুন ফিচার নিয়ে কাজ করে যাচ্ছি, আর সেই কাজটি সবার সামনে আনার আগে পরীক্ষা করে নেই, যেন ব্যবহারকারীদের অভিজ্ঞতা সবসময় ভালো থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।