জুমবাংলা ডেস্ক : মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেটের পর এবার বিমানের টিকিট বিক্রিতেও সিন্ডিকেটের অভিযোগ
উঠেছে। যার ফলে ঢাকা-কুয়ালালামপুর রুটে নির্ধারিত দামের চেয়ে প্রায় দ্বিগুণ দাম দিয়েও পাওয়া যাচ্ছে না বিমানের টিকিট।
গত মে মাসে ঢাকা-কুয়ালালামপুর রুটের ফ্লাইট টিকিটের দাম কৃত্রিমভাবে বাড়ানোর জন্য দায়ী উচ্চপদস্থ ব্যক্তিসহ বিমানের বেশ কয়েকজন কর্মকর্তার একটি সিন্ডিকেটের সন্ধান পেয়েছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় (বেবিচক)।
বেবিচকের অনুসন্ধানে দেখা গেছে, সাবেক বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ ফারুক খান এবং এয়ারলাইন্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিমের নামে টিকিট ব্লক করা হয়েছে।
সিন্ডিকেট চালাচ্ছেন বলে প্রমাণিত কর্মকর্তারা মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন কমিটির কাছে বিবৃতিতে বিমানের বিপণন পরিচালক (বর্তমানে অবসর-পরবর্তী ছুটিতে) মোহাম্মদ সালাউদ্দিনও জড়িত বলে দাবি করেছেন। কমিটিও তার সম্পৃক্ততা খুঁজে পেয়েছে।
এর আগে, গত ৭ জুলাই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাতেমা রহিম বীণা, যুগ্ম সচিব অনুপ কুমার তালুকদার ও উপসচিব আহমেদ জামিল স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।