জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ বিমান পুনরায় চালু করতে যাচ্ছে ইতালির রোমের সাথে আকাশপথে যোগাযোগ। রাষ্ট্রীয় পতাকাবাহী এই বিমানের ঢাকা–রোম রুটে উড়োজাহাজ চলাচলের এই উদ্যোগ বাস্তবায়নের একেবারে শেষপ্রান্তে। কিন্তু বিপত্তি দেখা দিয়েছে মার্কিন নিষেধাজ্ঞা থাকা ইরানের ওপর।
বিমানকে ইরানের আকাশপথের ওপর দিয়ে ঢাকা–রোম রুটে পাড়ি দিতে হবে। এতেও কোনো ধরণের সংকট নেই। সংকট হচ্ছে— এই আকাশপথ ব্যবহারে ঢাকা নির্ধারিত ফি পরিশোধ করতে হবে ইরানকে। এখানেই দেখা দিয়েছে মার্কিন নিষেধাজ্ঞার প্রসঙ্গ।
এ বিষয়ে বিমানের পক্ষ থেকে অ্যারোটাইম হাবকে বলা হয়েছে— আন্তর্জাতিক নিয়ম মোতাবেক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ইরানের আকাশপথ ব্যবহার করতে হলে ওভারফ্লাইট ফি ও এয়ার ট্রাফিক কন্ট্রোল বাবদ চার্জ পরিশোধ করতে হবে।
কিন্তু ইরানের ওপর থাকা পশ্চিমা নিষেধাজ্ঞা এ ধরনের যেকোনো পেমেন্টে লঙ্ঘন হবে। ফলে এই ওভারফ্লাইয়িং পেমেন্ট পরিশোধে ঢাকাকে অনুমোদন দিচ্ছে না আমেরিকা। মুশকিল হচ্ছে, এই ধরণের পেমেন্ট না দিলে বিমানকে ইরানের আকাশপথ ব্যবহার করতে দেবে না।
এ ক্ষেত্রে বিমানের সামনে বিকল্প অবশ্য আছে। তা হলো ইরানের আকাশপথ ব্যবহার না করে অন্য তিন দেশের আকাশপথ ব্যবহার করে রোমে যাওয়া। সেক্ষেত্রে ফ্লাইটের সময় ও ব্যয় উভয়ই বাড়বে। ইরানের আকাশপথ ব্যবহার না করলে বিকল্প পথে রোমে যেতে সময় লাগবে সাড়ে ১০ ঘণ্টা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।