বিনোদন ডেস্ক : দুই বছর আগে ‘কানাগলি’ নামে একটি ওয়েবের কাজ শেষ করেছিলেন এই সময়ের উদীয়মান তারকা আইশা খান। আহমেদ জিহাদ পরিচালিত এই ওয়েবের শুটিং শেষ হলেও এখনও পর্যন্ত কাজটির পারিশ্রমিক পাননি বলে অভিযোগ করেছেন অভিনেত্রী।
জানালেন, বহুবার পরিচালককে জানালেও প্রতিবারই নানান বাহানা দেখিয়ে পারিশ্রমিকটি আটকে রেখেছেন।
আইশা খান বলেন, ‘পরিচালককে ফোন দিলে বলে যে তার স্ত্রী অসুস্থ। তার পরিবারের সদস্য অসুস্থ হতে পারে, আমি বা আমার পরিবারের কেউ অসুস্থ হই না? ওই সময়টাতে একটু ঝামেলার মধ্যেই ছিলাম। আমার মামা ভীষণ অসুস্থ ছিল, সেটা জানিয়েছিলাম যে ওই মুহূর্তে টাকাটা খুব প্রয়োজন। পারিশ্রমিক তো দেয়নি এবং একটা বার সরি বলারও প্রয়োজন মনে করেনি। বুঝতে পেরেছি যে উনি আমার টাকাটা মেরে দিয়েছে। সহশিল্পীদের অনেকেই কথা বলেছে তবে কিছুই হয়নি। শুটিং শেষ হওয়ার পর একটা অ্যামাউন্ট দিলেও চল্লিশ হাজার টাকা বাকি ছিল। পরে দেবে বলে সেটি আর দেয়নি। প্রতিবারই কোনো না কোনো অজুহাত দেখিয়েছে।’
তিনি আরও বলেন, ‘অন্য কোনো পরিচালকের সঙ্গে আমার পারিশ্রমিক নিয়ে কোনো ঝামেলা হয়নি। শুধুমাত্র এই একজন ছাড়া। তাই এখন ঠিক করেছি অগ্রিম পারিশ্রমিক নেব এবং সেটাই বলি। কারণ, আমি জানি সময়মতো আমি সেটে চলে যাব যদি আমি অসুস্থ না হয়ে যাই তাহলে কখনো শুটিং ফাঁসাব না। আমাকে নিয়ে এমন অভিযোগ কেউই দিতে পারবে না। আমি সর্বশেষ যেদিন দেরি করে সেটে যাই সেটা ছিল মাত্র ৩০ মিনিট, যেটা কি না গ্রহণযোগ্য।’
এদিকে তিনটি নাটকের শুটিং শেষ করেছেন আইশা খান। নাটকগুলোতে তার সঙ্গে জুটি বেঁধেছেন ফারহান আহমেদ জোভান, তৌসিফ মাহবুব ও মুশফিক ফারহান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।