ঐশ্বরিয়ার মত দেখতে আরও এক সুন্দরী তরুণীর সন্ধান

ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক : ঐশ্বরিয়া রায়ের সৌন্দর্যে মানুষের বিহ্বলতা যেন কাটছেই না, আর তাই তার অনুরূপা খোঁজার চেষ্টায়ও নেই বিরাম। এই অনুসন্ধান পর্বে এবার যুক্ত হয়েছেন আশিতা সিং নামে এক তরুণী, যাকে নিয়ে নেটিজানদের উদ্বেল হওয়ার খবর এসেছে এনডিটিভিতে।

ঐশ্বরিয়া

১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড হয়েছিলেন ঐশ্বরিয়া, তারপর সিনেমায় নেমেছেন, ভারতের গণ্ডি ছাড়িয়ে পশ্চিমেও মেলেছেন ডানা। এরমধ্যে বধূ হয়ে নামের সঙ্গে জুড়েছেন বচ্চন।

আর এর মধ্যেই ভক্তকূল তার অনুরূপা খোঁজার চেষ্টা চালিয়ে গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি আলোচিত ছিলেন স্নেহা উল্লাল। ঐশ্বরিয়ারই সাবেক প্রেমিক বলিউডেরিই তারকা অভিনেতা সালমান খান যার আবিষ্কারক।

ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর স্নেহাকে খুঁজে বের করে তাকে নিয়ে সিনেমাও করেছিলেন সালমান। অভিনয় কুশলতায় স্নেহা দর্শক মনে ছাপ রাখতে না পারলেও তার সঙ্গে ঐশ্বরিয়ার চেহারের মিলই সালমানকে তা দিকে ধাবিত করেছিল বলে মনে করা হয়।

এর আগে দিয়া মির্জা সঙ্গে ঐশ্বরিয়ার চেহারার মিল খোঁজার চেষ্টা হয়েছিল, সম্প্রতি এ মিছিলে নাম এসেছিল আমনা ইমরান নামে একজন চিকিৎসকেরও।

তবে এখন ‘সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার’ আশিতা সিং রয়েছেন ‘ট্রেন্ডিংয়ে’। তার চুল, চোখের চাহনি, ঠোঁটের গড়ন, আর কী কী ঐশ্বরিয়ার মতো, তা খুঁজে বের করার অভিযানে রয়েছেন নেটিজানরা।

আশিতা ইনস্টাগ্রামে বেশ সক্রিয়। প্রচুর রিল বানান তিনি। যেগুলোর বেশিরভাগ ঐশ্বরিয়ার সিনেমার গান ও সংলাপও ব্যবহার করে বানানো। তার শেয়ার করা ছবি, রিল ও ভিডি্ও দেখে রীতিমতো তার ভক্ত হয়ে পড়ছেন অনেকে।

খেসারি লাল ও মোনালিসার উদ্দাম রোমান্সের ভিডিও ‍ভাইরাল

অনেকেই মন্তব্য করেছেন- ‘অনন্য সাদৃশ্য’, ‘ঐশ্বরিয়া প্রো ম্যাক্স’ ইত্যাদি বলে। কেউ কেউ আবার প্রশ্ন করে বসেছেন- ‘এবার যদি সলমন খান আপনাকে প্রেম নিবেদন করে? কী করবেন?’ বেশ কিছু দিন বিরতির পর মণি রত্নমের ‘পোন্নিয়ান সেলভান-১’-এ খুব শিগগিরই রাজকুমারী নন্দিনী হয়ে আসছেন ঐশ্বরিয়া।