বিতর্কের মধ্যেই পুরনো সম্পর্ককেই আঁকড়ে ধরলেন ঐশ্বর্যা

ঐশ্বর্যা

বিনোদন ডেস্ক : কোথায় তিনি? পাপারাৎজি তাঁকে ছুঁতে পারছেন না। ছবিতেও দেখা যাচ্ছে না। ইনস্টাগ্রামেও যে তিনি খুব সক্রিয় এ কথা বলা যায় না কিছুতেই। অম্বানির বিয়ের অনুষ্ঠানে দেখা গিয়েছিল বটে কিন্তু তাঁর মনের কথা শুনতে পারেননি কেউই। অবশেষে ঐশ্বর্যাকে নতুন ভাবে ফিরতে দেখে স্বস্তি পেলেন তাঁর ভক্তরা। পুরনো সম্পর্ক যে আজও এভাবে আঁকড়ে ধরে আছেন অ্যাশ, তা বুঝতে পেরে খুশি সকলেই। এক প্রসাধনী সংস্থার বহু পুরনো মুখ ঐশ্বর্যা। সেই শ্যাম্পু-কালার ব্র্যান্ডে মাঝে দেখা গিয়েছিল নতুন মুখকে।

ঐশ্বর্যা

তবে আবারও সেখানে অ্যাশের ফিরে আসা। শুধু কি তাই? দিলেন এক বার্তাও। সাফ জানালেন, ‘না, কোনও আপস নয়’। সেই বিজ্ঞাপনী প্রচারে তাঁকে বলতে শোনা গেল, “আমি আজকের নারী। যে অল্পেতে সন্তুষ্ট নয়। আমি আপসে বিশ্বাসী নই। এগিয়ে চলাই আমার কাছে উল্লেখযোগ্য। তাই চুলের ক্ষেত্রেও বা কেন এত ব্যতিক্রম হবে?” তাঁকে নতুন ভাবে আবিষ্কার করে চমকে উঠছেন তাঁর ভক্তরাই। একবাক্যে সকলেই বলছেন, “অ্যাশকে যেন চেনাই যাচ্ছে না। হুট করে যেন বয়স খানিক কমে গিয়েছে তাঁর।”

বিগত বেশ কিছু মাস ধরেই বলিপাড়ায় রটনা ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। তাঁরা এ বিষয়ে মুখে কুলুপ আঁটায় আরও জোরাল হয়েছে গুঞ্জন। তবে এরই মধ্যে অম্বানি পরিবারের তাঁকে ও অভিষেককে একসঙ্গে দেখে খানিক স্বস্তি পেলেও নিশ্চিত হতে পারছেন না কেউই।

বচ্চন পরিবার যদিও বরাবরই ব্যক্তিগত সম্পর্ক নিজেদের মধ্যেই রাখতে চান। তাই এ নিয়ে জনসমক্ষে কেউই মুখ খোলেননি। তবে ভক্তদের অনুরোধ স্বামী-স্ত্রীর মধ্যে যদি ঝামেলাও হয়, তাও যেন অতি দ্রুত মিটে যায়। আবারও যেন কাছাকাছি আসেন তাঁরা।