বিনোদন ডেস্ক : ঐশ্বরিয়া এবং অভিষেকের সম্পর্ক নিয়ে প্রায় এক বছর ধরে চারিদিকে চলছিলো আলোচনা। শোনা যাচ্ছিল, তারা নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন। এমনকি এটাও বলা হয়েছিল, ঐশ্বরিয়া নাকি শ্বশুরবাড়ি ছেড়ে নিজের ফ্ল্যাটে চলে গেছেন, সঙ্গে তার মেয়ে আরাধ্যা। তবে এই বিচ্ছেদ প্রসঙ্গে কখনও কিছুই বলেননি তারা।
অমিতাভ বচ্চন, ছেলে এবং বউয়ের পক্ষ নিয়ে কিছু মন্তব্য করলেও, তারপর পুরো বিষয়টি নিয়ে চুপ হয়ে যান ঐশ্বরিয়া ও অভিষেক। সম্প্রতি একটি পারিবারিক অনুষ্ঠানে ছবি তুলতে দেখা যায় এই দম্পতিকে, যা দেখে তাদের ভক্তরা স্বস্তির নিশ্বাস ফেলে। ছবিটি ছিল তাদের সম্পর্কের সুস্থতা ও সুখের প্রতীক।
এবারে আরও একটি নতুন খবর এসেছে। শোনা যাচ্ছে, আরাধ্যার ছোট ভাই বা বোন আসতে চলেছে। সম্প্রতি রীতেশ দেশমুখের শো ‘কেস তো বনতা হ্যায়’-এ এসে এই ইঙ্গিত দিয়েছেন অভিষেক বচ্চন।
এ সময় সঞ্চালক রীতেশ প্রশ্ন করেন, “অমিতাভজি, ঐশ্বরিয়া, আরাধ্যা এবং আপনার নাম তো সবই ‘এ’ অক্ষর দিয়ে শুরু হয়। তাহলে কি জয়া বচ্চন ও শ্বেতা বচ্চন কিছু ভুল করেছেন?”
এমন প্রশ্নে হেসে উত্তর দেন অভিষেক, “এটা আপনাকে তাদের থেকেই জিজ্ঞাসা করতে হবে। তবে আমার মনে হয়, এটি আমাদের পরিবারের একটি ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে—অভিষেক, আরাধ্যা…” তারপরই তাকে থামিয়ে দেন রীতেশ, আবার প্রশ্ন করেন, “আরাধ্যার পরে…?”
অভিষেক মজা করতে বলেন, “না, আর নয়। পরবর্তী প্রজন্ম আসলে তখন দেখা যাবে।” এ কথা শোনার পর লজ্জায় লাল হয়ে যান অভিষেক। পরিস্থিতি সামলাতে, রীতেশকে হুমকি দিয়ে তিনি বলেন, “আমি অভিনেতা হিসেবে এবং বয়সে তোমার থেকে অনেক সিনিয়র। তোমাকে একটু সাবধানে কথা বলতে হবে।”
এতদিনের অপেক্ষার পর এখন স্পষ্ট, ঐশ্বরিয়া এবং অভিষেক সুখী সম্পর্ক রয়েছে এবং তারা শীঘ্রই নতুন সদস্যের অপেক্ষায় আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।