বিনোদন ডেস্ক : বলিউডের তারকাদের নিয়ে মজার মুহূর্ত সবসময়ই চর্চার বিষয়। সম্প্রতি এমনই এক পুরনো ভিডিও আবার ইন্টারনেটে ভাইরাল হয়েছে, যেখানে অভিষেক বচ্চনকে দেখাচ্ছে ভীষণ লাজুক — আর তার কারণ? অভিনেতা রীতেশ দেশমুখের মজার প্রশ্ন, ‘অ্যাশের সঙ্গে দ্বিতীয় সন্তানের কথা ভাবছো?’
এই মজার মুহূর্তটি ঘটে অ্যামাজন মিনি টিভির জনপ্রিয় শো ‘কেস তো বনতা হ্যাঁয়’-এর এক পর্বে, যেখানে রীতেশ ছিলেন হোস্টের ভূমিকায়। কথার খেলায় রীতেশ বলেন, ‘অমিতাভজি, ঐশ্বর্যা, আরাধ্যা আর তুমি — সবাই ‘A’ অক্ষর দিয়ে শুরু। তাহলে জয়া আন্টি আর শ্বেতা দিদি কী ভুল করলেন?’ এই কথায় হেসে গড়িয়ে পড়েন অভিষেক। অভিষেক মজার ভঙ্গিতে জবাব দেন, ‘এটা তো ওদেরই জিজ্ঞেস করতে হবে! তবে একটা রীতি যেন তৈরি হয়ে গেছে আমাদের পরিবারে — অভিষেক, আরাধ্যা…” এই মুহূর্তে অভিষেকের মুখে এক চিলতে লজ্জার ছায়া দেখা যায়। এরপর হাসতে হাসতেই বলেন, ‘বয়সকে খানিক সম্মান দাও, রীতেশ। আমি তো তোমার থেকে বড়!’
বিচ্ছেদের গুজব নিয়ে অমিতাভ বচ্চনের প্রতিক্রিয়া
অন্যদিকে, গত বছর থেকে অভিষেক-ঐশ্বর্যার বৈবাহিক জীবনে টানাপড়েনের গুজব শোনা যায়। বিশেষ করে যখন অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে আলাদা-আলাদা গাড়িতে হাজির হন দম্পতি, তখন থেকেই জল্পনা আরও জোরালো হয়। এই প্রসঙ্গে অমিতাভ বচ্চন একটি পোস্টে বলেন, ‘আমি খুব কমই ব্যক্তিগত পারিবারিক বিষয়ে কথা বলি, কারণ সেটা আমার নিজস্ব পরিসর। যা বলা হচ্ছে, তা কেবল গুজব। কোনও সত্যতা নেই। কেউ যদি নিজের পেশার কারণে যাচাই না করেই এমন খবর ছড়ায়, সেটা দুঃখজনক। তবে আমি আইনত কোনো অভিযোগ করব না, শুধু বলব – সন্দেহের বীজ ছড়ানোটা ঠিক নয়।”
অভিষেক-ঐশ্বর্যার দাম্পত্য জীবন
২০০৭ সালে বলিউডের অন্যতম চর্চিত দুই সুপারস্টার অর্থাৎ অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাইয়ের বিয়ে হয়। তাঁদের কন্যা আরাধ্যাও এই দম্পতির আলোয় ভরা জীবনের গুরুত্বপূর্ণ অংশ। যদিও সময়ে সময়ে নানা গুজব উঠলেও, তাঁরা সব সময় পারিবারিক গোপনীয়তা বজায় রেখেছেন। সব মিলিয়ে, বলিউডের এই প্রিয় জুটিকে নিয়ে জল্পনা থাকবেই, কিন্তু মাঝে মাঝে এমন মজার মুহূর্তগুলো যেন সব কিছুকে হার মানায় — যেমন অভিষেকের সেই মিষ্টি লাজুক হেসে বলা, ‘বয়সকে খানিক সম্মান দাও, রীতেশ। আমি তো তোমার থেকে বড়!’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।