বিনোদন ডেস্ক : ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতে ভারতবাসীর হৃদয় জায়গা করে নেন ঐশ্বরিয়া রাই বচ্চন। দ্যুতি ছড়িয়েছেন চলচ্চিত্রেও। বলিউডের অনেক স্মরণীয় চরিত্রকে পর্দায় জীবন্ত করে তুলেছেন তিনি। আজ এই জনপ্রিয় অভিনেত্রীর জন্মদিন। পা রেখেছেন ৫০ বছরে। এ উপলক্ষে ইনডিপেনডেন্ট ডিজিটালে থাকছে ঐশ্বরিয়া সম্পর্কে জানা-অজানা তথ্য—
চলচ্চিত্র দুনিয়ায় পা রাখার আগেই ঐশ্বরিয়ার শোবিজ ক্যারিয়ার শুরু। স্কুল জীবনেই বেশ কিছু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন তিনি। এমনকি মায়ের সঙ্গে এক মুদি দোকানে কেনাকাটা করতে গেলে, সেখানে তিনি বলিউডের অন্যতম অভিনেত্রী রেখার সাক্ষাৎ পেয়েছিলেন। অভিনেত্রী তখন তাঁকে চিনতে ভুল করেননি।
২০০৪ সালে ‘মিস ওয়ার্ল্ড’ নির্বাচিত হন ঐশ্বরিয়া। রূপের যাদুতে গোটা বিশ্বকে পাগল করেন তিনি। পুলিৎজার বিজয়ী চলচ্চিত্র সমালোচক রজার এবার্টের মতে, বিশ্বের সবচেয়ে সুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া।
তবে বিশ্বসুন্দরী খেতাব জয়ের আগেই চলচ্চিত্রে অভিষিক্ত হয়েছিলেন ঐশ্বরিয়া। তাঁর প্রথম চলচ্চিত্র ‘ওলিয়ামপুকাল’ মুক্তি পেয়েছিল ১৯৯১ সালে।
এমনকি ঐশ্বরিয়াই প্রথম কোনো ভারতীয় অভিনেত্রী, যাঁর ভাস্কর্য স্থাপিত হয়েছে লন্ডনের মাদাম তুসো জাদুঘরে। বিশ্বসুন্দরীর মুকুট জয়ের পরই এমন কীর্তি গড়েন তিনি।
২০০৫ সালে ব্রিটেনে একটি পুতুল তৈরি হয়েছিল। যা ছিল হুবহু ঐশ্বরিয়ার মতো দেখতে। কয়েক মিনিটের মধ্যেই নাকি সেই পুতুলগুলো বিক্রি শেষ হয়ে গিয়েছিল।
নেদারল্যান্ডের কিওকিনহফ গার্ডেনে একটি বিশেষ প্রজাতির টিউলিপ ফুলের নামকরণ হয়েছে ঐশ্বরিয়ার নামে। ২০০৫ সালে দেশটিতে ঐশ্বরিয়ার জনপ্রিয়তা বিচার করেই তাঁকে এ সম্মান জানানো হয়। নেদারল্যান্ড সরকারের ভাষ্য, ঐশ্বরিয়ার সৌন্দর্যের উদযাপন করতেই এই ফুলের নামকরণ।
মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবেও প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে বিচারকের দায়িত্ব পালন করেছেন ঐশ্বরিয়া। এছাড়া বিশ্বখ্যাত রোলিং স্টোন ম্যাগাজিনেও প্রথম বলিউড অভিনেত্রী হিসেবে জায়গা করে নিয়েছিলেন তিনি।
ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া। দেখা গেছে বাংলা চলচ্চিত্রেও। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’ অবলম্বনে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত একই শিরোনামের একটি ছবিতে অভিনয় করেন তিনি। সহশিল্পী হিসেবে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাইমা সেন, টোটারায় চৌধুরী প্রমুখ।
জুয়ার অভিযোগে বলিউড তারকাসহ ৪০ জনের বিরুদ্ধে মামলাজুয়ার অভিযোগে বলিউড তারকাসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা
আসছে ‘খাকি’র সিক্যুয়েল, থাকছেন ঐশ্বরিয়া-অক্ষয়?আসছে ‘খাকি’র সিক্যুয়েল, থাকছেন ঐশ্বরিয়া-অক্ষয়?
ছোটবেলা অভিনেত্রী হতে চাননি ঐশ্বরিয়া। তবে শাস্ত্রীয় নৃত্যে স্কুলজীবনেই বেশ পারদর্শিতা অর্জন করেন। স্কুলে প্রাণি বিজ্ঞান ছিল তাঁর প্রিয় সাবজেক্ট, যে কারণে একটা সময় মেডিসিন নিয়ে পড়ার ইচ্ছে ছিল। পরবর্তীতে পরিকল্পনা ছিল স্থাপত্যবিদ্যায় পড়াশোনা করবেন, কিন্তু একসময় সব ছেড়ে অভিনয়েই মন দেন তিনি।
২০০৭ সালের ২০ এপ্রিল অমিতাভপুত্র অভিনেতা অভিষেকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ঐশ্বরিয়া। তাঁদের প্রেমের শুরুটা হয়েছিল ‘ধুম ২’র শুটিং চলাকালে। এই তারকা দম্পতির একমাত্র কন্যাসন্তান আরাধ্যা বচ্চন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।