ঐশ্বর্য রাইয়ের জীবনে যত বিতর্ক, যা আপনি জানতেন না

oisho

বিনোদন ডেস্ক : পানামা পেপার্স লিক মামলায় আজ ডেকে পাঠায় বচ্চন পরিবারের বউ ঐশ্বর্য রাই বচ্চনকে। সমন পাওয়ার পর ED দপ্তরে হাজিরাও দিয়েছেন বচ্চন পরিবারের বউ। বিদেশে প্রচুর সম্পত্তি, করফাঁকি প্রভৃতি ইস্যুতেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের জিজ্ঞাসাবাদের মুখে প্রাক্তন বিশ্বসুন্দরী। তবে রাইসুন্দরীকে নিয়ে বিতর্ক এই প্রথম নয়। ‘ক্লিন ইমেজ’ বজায় রাখার ব্যাপারে সচেষ্ট হলেও বার বারই বিতর্কে জড়িয়েছেন বচ্চন বউ।

oisho

বিতর্ক ১: নিজের গর্ভাবস্থা লুকিয়ে নাকি অভিনয় করছিলেন রাই সুন্দরী! জানজানি হতেই মাঝপথে ছেড়ে দেন অভিনয়। সেই বিতর্কে রাশ টেনেছিলেন স্বয়ং অমিতাভ বচ্চন। ২০১১ সালে পরিচালক মধুর ভান্ডারকরের ছবিতে একটানা ৬৫ দিন শুটিং করার পর ঐশ্বর্যর গর্ভাবস্থার কথা প্রকাশ্যে আসে। তারপরই শুটিং বন্ধ করে দেয়ার জন্য ক্ষতির মুখে পড়তে হয় মধুর ভান্ডারকরকে।

বিতর্ক ২: ‘‘ধুম ২’-তে হৃত্বিক রোশনের সঙ্গে ঘনিষ্ঠ চুম্বনের দৃশ্যে অভিনয় করে আইনি নোটিস পান ঐশ্বর্য। এমনকি বচ্চন পরিবারের বিরাগভাজনও হন। এরপর ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এও রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে বচ্চন পরিবারের বিরাগভাদন হয়েছিলেন তিনি। ছবিতে তার সর্বসাকুল্যে ২০ মিনিটের অভিনয়ে কম করে ৩টি অন্তরঙ্গ দৃশ্য ছিল। যা কেটে দেয় সেন্সর বোর্ড।

বিতর্ক ৩: প্রথমে সালমান খান, তারপর বিবেক ওবেরয়, শেষে অভিষেক বচ্চনের সঙ্গে সম্পর্ক। ব্যক্তিগত জীবনেও কম বিতর্ক নেই রাই সুন্দরীর।

বিতর্ক ৪: ‘আনপ্রফেশনাল’! প্রাক্তন বিশ্বসুন্দরীর কপালে জুটেছে এই তকমাও। ছবির প্রচারে দেরি করে আসার জন্য বিতর্কের মুখে পড়েছিলেন ঐশ্বর্য।

বিতর্ক ৫: এক রাতের জন্য এক মিলিয়ন ডলার! জীবনে যত বিতর্কে জড়িয়েছেন ঐশ্বর্য রাই, তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এটাই। ২০০৮ সালে পাক রাজনীতিক আসিফ জারদারি সংবাদমাধ্যমে দাবি করেছিলেন যে, তারা এক রাতের ‘মনোরঞ্জনে’র জন্য ঐশ্বর্যকে ডেকেছিলেন আর এরজন্য এক মিলিয়ন ডলার নিয়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। কিন্তু এই দাবির পরিপ্রেক্ষিতে প্রমাণ হিসেবে একটি ছবিও সামনে আসেনি। ঐশ্বর্য অনুরাগীদের বক্তব্য, এটা রাই সুন্দরীর বিরুদ্ধে ‘নোংরা রাজনীতি’ ছাড়া আর কিছু নয়।

বিতর্ক ৬: ২০১৮ সালে একটি গয়না প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনে ‘শিশু শ্রম’ বিতর্কে জড়ান রাই সুন্দরী। ছবিতে দেখা যায় যে, ঐশ্বর্য সাবেকি পোশাকে বাহারি গয়না পরে বসে আছেন। আর একটি শিশু তার মাথায় ছাতা ধরে আছেন।

কারিনার বিছানার দৃশ্য দেখে রেগে গিয়ে যা করেছিলেন শহিদ কাপুর

বিতর্ক ৭: একটি ইভেন্টে পাপারাজ্জিদের তোলা ‘ভুল’ ছবির জন্য বিতর্কে জড়ান ঐশ্বর্য। ছবিতে দেখা যায় যে, ‘বউ’ ঐশ্বর্যকে ‘হাগ’ করছেন অমিতাভ। ‘ভুল’ অ্যাঙ্গেল থেকে ছবিটি তোলার জন্য সেটি বিতর্ক উস্কে দেয়। রটে যায় যে, শ্বশুরমশাই বিগ-বি-র সঙ্গে ‘অন্য সম্পর্ক’ রয়েছে পুত্রবধূ ঐশ্বর্যর।