ঐশ্বর্যর গানে দুর্দান্ত ড্যান্স দিলো খুদে কন্যা, মুহূর্তে তুমুল ভাইরাল

দুর্দান্ত ড্যান্স

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সোশ্যাল মিডিয়ার বিভিন্ন একাউন্ট কিংবা পেজের মাধ্যমে বর্তমানে অনেক ধরণের প্রতিভা সামনে আসছে। তেমনই ফেসবুকের বুঁকে ‘চিত্রায়ন’ নামের একটি ফেসবুক পেজ এখন বাংলার কোনা কোনা থেকে প্রতিভাদের তুলে আনার দায়িত্ব নিয়েছে।

দুর্দান্ত ড্যান্স

তাদের এই প্রতিভা তুলে আনার কৃতিত্ব এখন রাজ্য থেকে দেশে ছড়িয়ে পরেছে। তারই মাঝে আবার ভাইরাল হলো এক ছোট মেয়ের দুর্দান্ত নাচ। ত্রিপুরার মেয়ে দেবস্মিতা ভৌমিক কার্যত তার নাচের মাধ্যমে সবার মন জয় করে নিয়েছে। ছোট এই মেয়েটি একমাত্র তার প্রতিভার গুনেই ভাইরাল হয়েছে।

বিখ্যাত ‘হুম দিল দে চুকে সনম’ সিনেমার ‘নিম্বুরা নিম্বুরা’ গানে নাচ করেছে দেবস্মিতা। সেই বিখ্যাত গানে নেচেছিলেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। নাচের জন্য দেবস্মিতা পরেছে গোলাপি ঘাগড়া, ক্রিম কালারের ব্লাউজ।

হিন্দির পাশাপাশি একাধিক ভাষায় কথা বলতে পারেন এই ৫ তারকা

সাথেই তার মাথা ওড়না দিয়ে সম্পূর্ণ ঢাকা। নাচ তো তার এক কথায় অসাধারণ তবে সাথেই দুর্দান্ত মেকআপ, সবুজ ঘাসের উপরে নাচ যা শোভা বাড়িয়ে তুলেছে। দুর্দান্ত নাচের স্টেপ ও এক্সপ্রেশনের মাধ্যমে যেন ঐশ্বর্যকেও হার মানাবে ছোট্ট দেবস্মিতা।