বিনোদন ডেস্ক : ঐশ্বর্য ও অভিষেক বচ্চনের বিয়ে হয় ২০০৭ সালে অথচ ২০০১ সালে ব্যক্তিগত পরিসরে তোলা এই ছবিতে ঐশ্বর্যের সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর। তাহলে সবার অলক্ষে আগেই বিয়ে করে নিয়েছিলেন ঐশ্বর্য!
শুক্রবার সকালে প্রায় ২১ বছর আগের একটি ছবি শেয়ার করেছেন পরিচালক ফারহা খান। ছবিটি ২০০১ সালে তোলা, আসলে ছবিটি হল মুম্বইয়ে ফারহার প্রথম বাড়ির গৃহপ্রবেশের ছবি। শাহরুখ খান, করণ জোহর, ফারহান আখতার, রানি মুখার্জি থেকে ঐশ্বর্য রাই সেই হাউজ ওয়ার্মিং পার্টিতে উপস্থিত ছিলেন ফারহার কাছের বন্ধুরা।
ঐশ্বর্য ও অভিষেক বচ্চনের বিয়ে হয় ২০০৭ সালে অথচ ২০০১ সালে ব্যক্তিগত পরিসরে তোলা এই ছবিতে ঐশ্বর্যের সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর। তাহলে সবার অলক্ষে আগেই বিয়ে করে নিয়েছিলেন ঐশ্বর্য! সেই বিতর্ক তৈরি হতেই পারে জেনে আগেই সেই ছবি ব্যাখা দিয়ে রেখেছেন ফারহা খান।
ছবিতে অবশ্য দেখা মেলেনি ফারহা খানের। পরিচালকের পোস্ট করা ঐ ছবিতে রয়েছেন ফারহার ভাই সাজিদ, করণ, ফারহান, রানি ও ঐশ্বর্য। ক্যাপশনে তিনি লিখেছেন,’আমার কেনা প্রথম বাড়ির গৃহপ্রবেশ ২০০১ সালে।
বিশেষ দ্রষ্টব্য, দেবদাসের শুটিং থেকে সরাসরি এসেছিলেন ঐশ্বর্য, তাই তাঁর মাথায় সিঁদুর।’ পাশাপাশি করণ জোহরের সঙ্গে খুনসুটি করতেও ছাড়েননি ফারহা। তিনি লিখেছেন এটি হল নন ডিজাইনার পোশাকে করণের দুষ্প্রাপ্য ছবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।