বিনোদন ডেস্ক: অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিয়ে হয় ২০০৭ সালে। বলা যায় বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি তারা। সম্প্রতি ঐশ্বরিয়ার ২০০১ সালের তোলা একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়। জন্ম দেয় আলোচনা সমালোচনার। কারন ২০০৭ সালে বিয়ে হলেও প্রকাশিত ২০০১ সালের সেই ছবিতে ঐশ্বরিয়ার সিঁথিতে জ্বলজ্বল করছিল লাল সিঁদুর।
২১ বছর আগের সেই ছবিটি শুক্রবার (১৩ মে) ফেসবুকে শেয়ার করেন পরিচালক ফারহা খান। ছবিতে ঐশ্বরিয়ার সিঁথিতে লাল সিঁদুর দেখা গেছে। তখন থেকেই প্রশ্ন ওঠে, তাহলে কি ২০০৭ সালের আগেও একবার বিয়ে হয়েছিল ঐশ্বরিয়ার?
ঐশ্বরিয়ার সিঁথিতে সিঁদুর নিয়ে ওঠা বিতর্ককে অবশ্য বেশি দূর গড়াতে দেননি ফারহা খান। বিতর্কিত সেই ছবিটি নিয়ে বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছেন তিনি। জানিয়েছেন কেন সেদিন সিঁথিতে সিঁদুর দিয়ে পার্টিতে এসেছিলেন ঐশ্বরিয়া।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ফারহা খান জানিয়েছেন ২০০১ সালে মুম্বাইয়ের ফারহার হাউস ওয়ার্মিং এ একটি পার্টি করেছিলেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, করণ জোহর, ফারহান আখতার, রানি মুখার্জি, ঐশ্বরিয়া রাইসহ ফারহার অনেক কাছের বন্ধুরা। মূলত দেবদাসের শুটিং থেকে সরাসরি পার্টিতে যোগ দিয়েছিলেন ঐশ্বরিয়া। তাই তার মাথায় সিঁদুর দেওয়া ছিল।
সূত্র: এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।