ঐশ্বরিয়ার কাছে যে কারণে ক্ষমা চাইবেন ইমরান হাশমি

Emran

বিনোদন ডেস্ক : দীর্ঘ ১০ বছর আগে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়কে সৌন্দর্য নিয়ে কটাক্ষ করায় বিতর্কিত হয়েছিলেন অভিনেতা ইমরান হাশমি। সম্প্রতি সে বিতর্কিত বিষয়ে নায়িকার কাছে ক্ষমা চাওয়ার ইচ্ছা পোষণ করেছেন ইমরান। বিব্রত অবস্থা থেকে মুক্তি পেতেই এমন ইচ্ছা অভিনেতার।

Emran

অতীতে অভিনেত্রী ঐশ্বরিয়াকে নিয়ে বেঁফাস মন্তব্য করায় এখনও ভুগছেন ইমরান। ২০১৪ সালে ‘কফি উইথ করণ’ এর চতুর্থ সিজনে এমন অপ্রীতিকর ঘটনা ঘটান অভিনেতা।

ওই অনুষ্ঠানে অতিথি হয়ে অংশ নিয়ে উপস্থাপক করণ জোহরের প্রশ্নে অনেকটা মজার ছলেই উত্তর দিয়েছিলেন ইমরান। করণ বলেন, তিনি যে শব্দগুলো বলবেন তা শোনার সাথে সাথেই কোন তারকার কথা মনে পড়ে বলতে হবে।

র‌্যাপিড খেলার নিয়ম অনুযায়ী, করণ যখন প্লাস্টিক বলেন তখনই ইমরান ঐশ্বরিয়ার নাম নেন। এ অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হলে ঐশ্বিরিয়া ভক্তদের রোষানলে পড়েন ইমরান। শোবিজ পাড়ায় গুঞ্জন রয়েছে ‘বাদশাহ’-য় ইমরান আছেন শুনেই এ সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন ঐশ্বরিয়া।

‘প্লাস্টিক বিউটি’ হিসেবে ঐশ্বরিয়ার নাম ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে বিব্রত হন নায়িকাও। সম্প্রতি ইউটিউব চ্যানেল লালনটপকে দেয়া সাক্ষাৎকারে আবারও সে প্রসঙ্গ সামনে এলে হাশমি জানান, ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চাইবেন তিনি।

মধুচন্দ্রিমা থেকে ফিরেই দুঃসংবাদ দিলো কাঞ্চন-শ্রীময়ী

বলিউড লাইফের এক খবরে বলা হয়েছে, ইমরান বলেন, অনুষ্ঠানে নিছক হাসি আর মজার ছলে এমন ঘটনা ঘটেছিল। তাই বিষয়টিকে সিরিয়াস ইস্যু তৈরি করা উচিত নয়। তবে এমন মন্তব্যের জন্য সত্যি আমি এখনও খুব বিব্রত। তাই কখনও সামনাসামনি ঐশ্বরিয়ার সঙ্গে দেখা হলে আমি তার কাছে ক্ষমা চাইব।