বিনোদন ডেস্ক : বলিউডের অন্দরে কিছুদিন পরপর চর্চিত হয় ঐশ্বরিয়া-অভিষেকের বিবাহবিচ্ছেদ গুঞ্জন। একটি অনুষ্ঠানে ঐশ্বরিয়া রায়কে দেখা যায় বচ্চন পদবি বাদ দিতে। এরপর পরিবারের সকলে মিলে এক ফ্রেমে দেখা দেন। এবার বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন কথা বললেন তার পুত্রবধু ঐশ্বরিয়ার সৌন্দর্যের প্রশ্নে।
বয়সের গণ্ডি ৫০ পার হলেও ঐশ্বরিয়ার সৌন্দর্য এখনও সবার নজর কাড়ে। তিনি এখনও হাজার মানুষের আইকন। তবে সিনেমা থেকে কিছুটা দূরে সরে রয়েছেন তিনি।
মেয়ে আরাধ্য বচ্চনের দেখভাল একাই করছেন সাবেক এই বিশ্বসুন্দরী। তবে বিভিন্ন আন্তর্জাতিক মানের অনুষ্ঠানে তার উজ্জ্বল উপস্থিতি এখনও রয়ে গেছে।
নানা জল্পনা-কল্পনার মাঝেই ঐশ্বরিয়াকে নিয়ে কী বললেন শ্বশুর অমিতাভ বচ্চন? এই মুহূর্তে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৬’-র সঞ্চালকের দায়িত্ব সামলাচ্ছেন অমিতাভ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা আসেন এই রিয়্যালিটি শোতে।
এমন এক পর্বে অমিতাভের মুখোমুখি হন ঐশ্বরিয়ার এক খুদে অনুরাগী। তিনি হট সিটে অমিতাভের মুখোমুখি বসার পর থেকেই অভিনেতা পুত্রবধূর সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ।
কিশোরী বলেন, ঐশ্বরিয়া রায় কী সুন্দর, তাই না! আপনি তো তার সঙ্গে থাকেন। সুন্দর হওয়ার কোনও টিপস দেবেন তার থেকে জেনে আমাকে?
জবাবে অমিতাভ বলেন, আমরা জানি তিনি সুন্দরী। কিন্তু বাইরের সৌন্দর্য তো দু’দিনের। আজ আছে কাল নেই। তবে মনের সৌন্দর্য চিরদিন থেকে যায়।
কিশোরীর প্রশ্নের উত্তরে এমন কথা বলায় শুরু হয়েছে অমিতাভকে নিয়ে আলোচনা। আসলে তিনি কী বলতে চাইলেন? শুধুই কি নাতনির বয়সি কিশোরীকে নীতিশিক্ষা দিলেন, নাকি অন্য কিছু!
Apple Watch-এ ক্ষতিকর রাসায়নিক, ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এদিকে গতবছর বিশ্বের দ্বিতীয় ধনী অভিনেত্রীর তকমা পেয়েছেন ঐশ্বরিয়া রায়। সেই খবর সামনে আসে গত ১৮ অক্টোবর। যদিও এই বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে কোনও মন্তব্য শোনা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।